পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ইছামতীর জলে ডুবে মৃত্যু পর্যটকের - পারমাদনে বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

পুলিশ জানিয়েছে, গত শনিবার বেলঘরিয়ার ডানলপ থেকে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে 34 জন পর্যটক বাগদার মালিপোঁতা পঞ্চায়েতের মঙ্গলগঞ্জ সংলগ্ন পারমাদন অভয়ারণ্যে বেড়াতে যান ।

Tourist died after drowning in Ichhamati river in Parmadan , ichamati, north 24 paraganas
পারমাদনে বেড়াতে গিয়ে ইছামতীর জলে ডুবে মৃত্যু পর্যটকের

By

Published : Nov 9, 2020, 10:59 PM IST

বাগদা , 9 নভেম্বর : বেড়াতে গিয়ে ইছামতীর জলে নেমে ডুবে মৃত্যু হল পর্যটকের । দুর্ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদার পারমাদন অভয়ারণ্য এলাকায় । মৃতের নাম প্রসেনজিৎ দাক্ষি (54) । তিনি মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা । তিনি বেলঘরিয়া থানার ডানলপ এলাকার একটি সংস্থার মাধ্যমে বেড়াতে গেছিলেন ।

পুলিশ জানিয়েছে, গত শনিবার বেলঘরিয়ার ডানলপ থেকে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে 34 জন পর্যটক বাগদার মালিপোঁতা পঞ্চায়েতের মঙ্গলগঞ্জ সংলগ্ন পারমাদন অভয়ারণ্যে বেড়াতে যান । ওই দলে 7 জন শিশু ও 7 জন মহিলাও ছিলেন । গতকাল বিকেলেই বেড়াতে যান তাঁরা ৷ তাঁদের মধ্যে প্রসেনজিৎবাবু নদীতে সাঁতার কাটতে নামেন । তিনি সাঁতার জানতেন না । সহকর্মীরা তাঁকে জলে নামতে নিষেধ করেন । কিন্তু তিনি শোনেননি । নদীতে নামার কিছুক্ষণের মধ্যে তিনি জলে তলিয়ে যান । সহকর্মীরা তাঁকে উদ্ধারের চেষ্টা করেন , কিন্তু ব্যর্থ হন । তৎক্ষণাৎ তাঁরা পুলিশে খবর দেন ।

পারমাদনে বেড়াতে গিয়ে ইছামতীর জলে ডুবে মৃত্যু পর্যটকের

আজ সকালে পুলিশ ইছামতীর জল থেকে তাঁর দেহ উদ্ধার করে । দেহটি প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় । সেখান থেকে ময়নাতদন্তের জন্য দেহটি বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । মৃত প্রসেনজিৎবাবুর আত্মীয় অভিজিৎ দাক্ষি বলেন, " আমরা অফিস থেকে এখানে বেড়াতে এসেছিলাম । বিভিন্ন দলে ভাগ হয়ে ঘুরছিলাম । প্রসেনজিৎ জলে সাঁতার কাটতে নামার সময় সবাই বারণ করেছিল । কিন্তু সে শোনেনি । তারপর দুর্ঘটনাটা ঘটেছে । "

ABOUT THE AUTHOR

...view details