চাকরি খোয়ালেন তৃণমূল বিধায়কের মেয়ে মিনাখাঁ, 12 মার্চ: চাকরি-চুরিতে ফের যোগ মিলল শাসকদলের। বিধায়ক পুত্র, বিধায়কের ভাইয়ের পর এবার হাইকোর্টের নির্দেশে (Calcutta HC Order in Recruitment Scam) চাকরি গেল উত্তর 24 পরগনার মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের। বিনতা কামারহাটির নন্দননগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের গ্রুপ-সি পদের কর্মী ছিলেন। চাকরি-হারাদের তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম রয়েছে 141 নম্বরে। চাকরি যাওয়ার আগে শুক্রবার শেষবারের মতো স্কুলে দেখা গিয়েছিল তাঁকে। সেদিন সরকারের আদেশ অনুসারে ডিএ ধর্মঘট-বিরোধিতায় স্কুলে গিয়েছিলেন বিধায়ক কন্যা। এরপরই জানা যায়, ভুয়ো চাকরি বাতিলের তালিকায় নাম রয়েছে বিধায়কের মেয়ে বিনতা মণ্ডলের। তারপর থেকে আর স্কুলমুখী হননি তিনি ৷
সূত্রের খবর, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বিনতা মণ্ডলের শ্বশুরবাড়ি। সেখান থেকেই নিয়মিত তিনি যাতায়াত করতেন স্কুলে।2017 সালের এসএসসির গ্রুপ-সি পরীক্ষায় বিধায়ক কন্যা বসলেও সেই পরীক্ষায় তিনি কোনও উত্তরই দেননি বলে অভিযোগ। আরও অভিযোগ, ওএমআর শিট কারচুপি করে তাঁকে স্কুলের করণিক পদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। স্বভাবতই, বিধায়ক-কন্যা বিনতা মণ্ডলের চাকরিতে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। সম্প্রতি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ভুয়ো যে 842 জনের চাকরি বাতিলের তালিকা প্রকাশ করেছে তাতে কিন্তু নাম রয়েছে বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের।
এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা রূপালী দে বলেন, "এসএসসির অনুমোদন এবং বোর্ডের নিয়োগপত্র দেখার পর আমরা ওকে নিয়োগ করেছিলাম করণিক পদের চাকরিতে। স্বাভাবিক নিয়মেই এটা হয়েছিল। এবার সেই নিয়োগে কি হয়েছে, না হয়েছে, সেটা এক্তিয়ার বহির্ভূত বিষয়। সেটা দেখার দায়িত্বও আমাদের নয়। এসব শুনে তো আশ্চর্যই লাগছে।" অন্যদিকে, বিধায়ক কন্যার চাকরি সংক্রান্ত ব্যাপারে আসরে নেমে পড়েছেন বিরোধীরা। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, "দুর্নীতি করেই চাকরি পেয়েছেন মিনাখাঁর তৃণমূল বিধায়কের মেয়ে। হাইকোর্টের রায়েই তা প্রমাণিত।
আরও পড়ুন:এবার চাকরি গেল তৃণমূল নেতার ছেলের, শোরগোল বাঁকুড়ায়
উল্লেখ্য, বসিরহাটের মিনাখাঁ বিধানসভার পরপর তিনবারের বিধায়ক এই ঊষারানি মণ্ডল। তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মিনাখাঁ বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। ফলে, এলাকায় যথেষ্ট দাপট রয়েছে দু'জনেরই। দলের যে কোনও কর্মসূচিতে থাকতেন এই দম্পতি। তারই মধ্যে বিধায়ক কন্যার ভুয়ো চাকরি বাতিল হয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে শাসক শিবির। অন্যদিকে, বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছেন মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল। তবে, বিধায়কের স্বামী তথা তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় মণ্ডলকে এবিষয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কোনও সুপারিশ নয়। মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছে মেয়ে। চাকরি হারানোর তালিকায় ওর নাম দেখে আমরা নিজেরাই হতবাক।"