বীজপুর (হালিশহর), 7 সেপ্টেম্বর: চিটফান্ড মামলায় সিবিআইয়ের কাছে দ্বিতীয়বার সময় চাইলেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারী । আজ সকাল দশটায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয় । কিন্তু হাজিরা না দিয়ে তাঁর আইনজীবী মারফত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি পাঠান এবং অতিরিক্ত সময় চেয়েছেন (Bijpur TMC MLA Subodh Adhikary wants more time from CBI) ৷ প্রথমবার সুবোধ অধিকারীকে তলব করার পর তিনি সিবিআইয়ের কাছ থেকে 15 দিনের সময় চেয়েছিলেন । কিন্তু সেই সময় না দিয়েই তৃণমূল নেতাকে দ্বিতীয় বারের নোটিস পাঠায় সিবিআই ৷ বুধবার আরও সময় চাইলেন তৃণমূল বিধায়ক ।
সন্মার্গ চিট ফান্ড মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা রাজু সাহানি ৷ তিনি আবার হালিশহর পৌরসভার পৌরপ্রধান । সেই ঘটনার তদন্তে নেমে 4 অগস্ট, রবিবার বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী ও তাঁর ভাই কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷ এদিন হালিশহরের মোট 6 টি জায়গায় ম্যারাথন অভিযান চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা ৷ জানা গিয়েছে, তবে দীর্ঘ 10 ঘণ্টার পর ফাঁকা হাতেই ফিরতে হয়েছে সিবিআই কর্তাদের (CBI gives NIL Certificate after to Bijpur TMC MLA House) ।
আরও পড়ুন:"সিবিআইকে এক ইঞ্চিও দোষ দিই না", বীজপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়ে মত মন্ত্রী পার্থর