পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশিদেরও নাম তোলার আবেদন, বিতর্কে বারাসতের তৃণমূল কংগ্রেস নেত্রী - রাজ্যের ভোটার তালিকা

TMC Leader Controversial Comment: রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশিদেরও নাম তোলার আবেদন জানিয়ে বিতর্কে জড়ালেন বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপার্সন রত্না বিশ্বাস ।

TMC Leader Controversial Comment
বিতর্কে বারাসতের তৃণমূল কংগ্রেস নেত্রী

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 7:48 PM IST

Updated : Nov 25, 2023, 8:48 AM IST

বিতর্কে বারাসতের তৃণমূল কংগ্রেস নেত্রী

হাবরা, 24 নভেম্বর: বাংলাদেশিদের এ রাজ‍্যে ভোটার তালিকায় নাম তোলার আহ্বান জানিয়ে বিতর্কে জড়ালেন বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপার্সন রত্না বিশ্বাস । তাঁর একটি বক্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । তাকে ঘিরেই বিতর্কের সূত্রপাত ৷ এই নিয়ে তৃণমূলকে একহাত নিয়েছে বিরোধীরা ৷

ভাইরাল ভিডিয়োয় তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসকে বলতে শোনা যাচ্ছে, "এখানে অনেক বাংলাদেশিরা বসবাস করেন । আর মাত্র তিনমাস । তারপরেই লোকসভার ভোট ঘোষণা হয়ে যাবে । ভোটার লিস্টে নাম তুলতে কারও কোনও অসুবিধা হলে জাকিরদার অফিসে যোগাযোগ করুন । একটি ভোটও নষ্ট হোক, সেটা আমরা চাই না ।"

শাসক নেত্রীর এই ভাইরাল ভিডিয়ো ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে জেলা রাজনীতির অন্দরে । বিরোধীরা এই ভাইরাল ভিডিয়োকে হাতিয়ার করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে । কার্যত শাসক দলকে নিশানা করেছেন তাঁরা । যদিও এ নিয়ে বিরোধীরা অযথা জলঘোলা করার চেষ্টা করছেন বলে সাফাই দিয়েছেন তৃণমূল নেতা জাকির হোসেন ।

তৃণমূল কংগ্রেসের ওই নেত্রীর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেটি হাবরা 1 নম্বর ব্লকের পৃথীবা পঞ্চায়েত এলাকার । ভিডিয়োটি একদিন আগের ।বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের জন্মদিন ছিল বৃহস্পতিবার । সেই উপলক্ষে হাবরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা তৃণমূল নেতা জাকির হোসেনের দলীয় কার্যালয়ে এ দিন এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল । সেই কর্মসূচিতে হাজির ছিলেন পৃথীবা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান, বর্তমানে বারাসত সাংগঠনিক জেলার তৃণমূলের চেয়ারপার্সন রত্না বিশ্বাস । তিনি বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতা জাকির হোসেন-সহ একঝাঁক নেতা-কর্মীর সামনেই বাংলাদেশিদের এ রাজ‍্যের ভোটার তালিকায় নাম তোলার আহ্বান জানান ৷

সেখানে তিনি আরও বলেন, "তিনমাস পরেই লোকসভার নির্বাচন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই কথায় বলেছেন । ভোটের লড়াইয়ে নামতে হবে সকলকে ৷" এরপরই তাঁর সংযোজন, "আমরা জানি ভোটার তালিকায় নাম তোলার কাজ চলছে এখন । এখানে, জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি বসবাস করেন । জাকিরদা লিংকটা ভালো করতে পারেন । বাংলাদেশ থেকে যাঁরা এখানে এসেছেন, ভোটার তালিকায় নাম তুলতে যদি তাঁদের লিংকের কোনও সমস্যা হয়, সেটা জাকিরদা ভালো করে দেবে । সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে । আর যাঁরা নতুন ভোটার, তাঁদের বাবা-মার লিংক দেখিয়েই নাম তুলে নিতে পারবে । এই কাজটা অতি দ্রুত করবেন । আমরা চাই না একটি ভোটও বাইরে থাকুক ৷"

এ দিকে, ভাইরাল ভিডিয়োয় যে জাকিরদার কথা বারবার বলা হচ্ছে, তিনি আদতে তৃণমূলের জাকির হোসেন । একসময়ে তিনিও হাবরা 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন । ফলে তাঁর নাম দলেরই নেত্রীর মুখে উচ্চারিত হওয়ায় অস্বস্তির মুখে পড়তে হয়েছে ওই তৃণমূল নেতাকেও । যদিও এ নিয়ে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের পাশেই দাঁড়িয়েছেন জাকির হোসেন ।

এই বিষয়ে তিনি বলেন, "আমাদের এলাকায় বেশিরভাগ বাসিন্দাই 1960-65 সালের পরে ওপার বাংলা থেকে এসে বসবাস করছেন । 90 সালের আগে ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু যে কোনও কারণেই হোক, ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ গিয়েছে । সেই সময়ের ভোটার তালিকাগুলি আমরা ইন্টারনেট থেকে বের করে রেখেছি, যাঁর যাঁর প্রয়োজন তাঁদের দেওয়ার জন্য । সেই কথাটাকেই উনি 'লিংক করিয়ে দেবেন' বলে বলতে চেয়েছেন ৷" তৃণমূল নেতা জাকির হোসেনের মতে, "আমরা পরিষেবা দিয়ে থাকি । কোনও বেআইনি কাজ করি না । বাংলাদেশি কথাটা না বললেই ভালো হত । মুখ ফসকে উনি বলে ফেলেছেন ৷"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এই রাজ‍্যে তৃণমূলের আইনও থাকবে । আবার তৃণমূলের শাসনও থাকবে । এই দুটো একসঙ্গে হতে পারে না । শাসকদলের নেতানেত্রীরা বেআইনি কাজ করতে অভ‍্যস্ত । শুধু টাকা পেলেই কেল্লাফতে ৷"

আরও পড়ুন:

  1. 'বিধানসভা কি স্কুল?' হাজিরা খাতায় সই করা নিয়ে ক্ষোভ প্রকাশ ফিরহাদের!
  2. আমডাঙায় তৃণমূল নেতা খুনে ডোমকল থেকে গ্রেফতার খাঁচাওয়ালা আফতাব
  3. খোদ মহকুমাশাসকের নামে ভুয়ো অ্যাকাউন্ট করে সোশাল মিডিয়ায় প্রতারণা, অভিযোগ দায়ের
Last Updated : Nov 25, 2023, 8:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details