ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে BJP কর্মীদের উপর হামলার অভিযোগ - clash

দলীয় পতাকা লাগানোর সময় BJP-র যুব মোর্চার কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ । গতকাল ঘটনাটি ঘটে মধ্যমগ্রামের তেঁতুলতলার মোল্লাপাড়ার । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

BJP-র যুব মোর্চার কর্মীদের উপর হামলা
author img

By

Published : Apr 25, 2019, 12:42 PM IST

বারাসত, 25 এপ্রিল : দলীয় পতাকা লাগানোর সময় BJP-র যুব মোর্চার কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল । ঘটনায় কয়েকজন BJP কর্মী আহত হয়েছেন । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালায় । গতকাল ঘটনাটি ঘটে মধ্যমগ্রামের তেঁতুলতলার মোল্লাপাড়ার । বারাসত থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

গতকাল রাতে মধ্যমগ্রাম পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে ফ্ল্যাগ, ফেস্টুন লাগাচ্ছিলেন BJP-র যুব মোর্চার কর্মীরা । অভিযোগ, আচমকাই সেখানে বেশ কয়েকটি বাইকে করে হাজির হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । কোন‌ও কিছু বুঝে ওঠার আগেই যুব মোর্চার কর্মীদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে । মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় তাদের । আহত অবস্থায় কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাঁচে BJP কর্মীরা । এরপর, মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করান তারা ।

আহত মধ্যমগ্রাম (পূর্ব) মণ্ডলের BJP যুব মোর্চার সভাপতি রাজ কুমার পাল বলেন, "আমরা প্রায় 13 থেকে 14 জন কর্মী মিলে পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে দলের ফ্ল্যাগ, ফেস্টুন লাগাচ্ছিলাম । তখন‌ই ওই ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে অতর্কিতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মাটিতে ফেলে লাঠি দিয়ে প্রথমে মারধর করা হয় । আমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন দলের আরও কয়েকজন কর্মীও ।"

তিনি আরও বলেন, "ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে ।" BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহ-সভাপতি শংকর দাস বলেন, "শাসকদল ভয় পেয়েই এই ধরনের ঘৃণ্য কাজে নেমেছে । হামলা করে BJP-কে দমানো যাবে না । সাধারণ মানুষ ওদের হামলার জবাব ভোটবাক্সে দেবে ।" যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল বিধায়ক রথীন ঘোষ পালটা BJP-র গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ি করেন । তিনি বলেন, "যে কোনও ঘটনায় তৃণমূলকে দোষারোপ করা BJP-র অভ‍্যাস হয়ে গেছে । নিজেদের অন্তর্দ্বন্দ্ব ঢাকতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।"
এদিকে, ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা কেটে গেলেও হামলাকারীদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । সেকারণে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছে BJP ।

ABOUT THE AUTHOR

...view details