বারাসত, 31 জুলাই : বাইকের শো-রুমের দখলদারি নিয়ে তৃণমূল- BJP সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ৷ উত্তর 24 পরগনার আমডাঙার ঘটনা ৷ তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আমডাঙার রায়পুর মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে BJP-র কর্মী-সর্মথকরা । কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশ এসে অবরোধ তুলে দেয় ।
আমডাঙায় দোকানের দখলদারি নিয়ে তৃণমূল-BJP সংঘর্ষ, বোমাবাজি - clash
বাইকের শো-রুমের দখলদারি নিয়ে তৃণমূল- BJP সংঘর্ষ, বোমাবাজি, ভাঙচুর ৷ উত্তর 24 পরগনার আমডাঙার ঘটনা ৷ আমডাঙার রায়পুর মোড়ের ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে BJP-র কর্মী-সর্মথকরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় পুলিশি টহল চলছে ৷
রায়পুর মোড়ে বাইকের শো-রুম ৷ অংশীদার দু'জন ৷ তাদের একজন তৃণমূল (স্থানীয় বাসিন্দা ) অন্যজন BJP-র সমর্থক বলে জানা গেছে৷ তাই শো-রুমের দখলদারি নিয়ে দু'পক্ষের মধ্যে চাপানউতোর চলছিল ৷ আজ দুপুরে তৃণমূলের অংশীদারের এক পরিচিতকে মারধরের অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । এরপরই তৃণমূলের কয়েকজন ওই শো-রুমে হামলা চালায় ৷ ভাঙচুর করে । বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় ৷ শো-রুম লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এছাড়াও এলাকার কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয় ৷ বোমাবাজির জেরে আতঙ্ক ছড়ায় এলাকায় । বন্ধ হয়ে যায় এলাকার দোকানপাট ৷ স্কুলেই আটকে পড়ে পড়ুয়ারা ৷
খবর পেয়ে ঘটনাস্থানে আসে আমডাঙা থানার পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ স্থানীয় BJP নেতা অলোক কাহার বলেন,"ওই শো-রুম দখল করতে এসেছিল তৃণমূলের দুষ্কৃতীরা । বাধা দিলে তাঁদের মারধর করা হয় ।" তাঁর অভিযোগ, "নতুন করে আমডাঙাকে অশান্ত করতে চাইছে শাসকদল । সেইজন্যই বহিরাগতদের জড়ো করে হামলা চালানোর পরিকল্পনা করছে । আজকেও তারা বহিরাগতদের এনে হামলা চালিয়েছে ।" যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ কিন্তু আমডাঙা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বোমাবাজি, ভাঙচুরের ঘটনায় ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে ৷