পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election Results 2023: ‘মেরে ফেললেও গণনাকেন্দ্র ছাড়ব না’, তৃণমূলের হিংসার বিরুদ্ধে প্রতিরোধ আইএসএফ প্রার্থীর - পঞ্চায়েত নির্বাচনের গণনা

অশোকনগরে গণনা কেন্দ্রে আইএসএফ প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ তাঁকে গণনা কেন্দ্রের ভিতরে বসিয়ে দিতে গেলে তৃণমূলের প্রার্থীকেই বের করে দিল হামলাকারীরা ৷ বাইরে বেরিয়ে কাঁদতে দেখা গেল তৃণমূল প্রার্থী হালিমা বিবিকে ৷

Panchayat Election Results 2023 ETV BHARAT
Panchayat Election Results 2023

By

Published : Jul 11, 2023, 9:15 PM IST

অশোকনগরে আইএসএফ প্রার্থীকে মারধরের অভিযোগ

অশোকনগর, 11 জুলাই: পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সামনেই গণনা কেন্দ্রে বেড়াবেড়ি পঞ্চায়েতের 57 নম্বর বুথের আইএসএফ প্রার্থী এবং তাঁর নির্বাচনী এজেন্টকে মারধরের অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে হাবরা 2 ব্লকের অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের গণনা কেন্দ্রে ৷ অভিযোগ আইএসএফ প্রার্থীকে বের করে দেওয়ার চেষ্টাও হয় ৷ মারধর ও টানাটানিতে জামা ছিঁড়ে যায় প্রার্থী ইসমাইল মণ্ডলের ৷ তবে, আক্রান্ত হওয়ার পরেও তিনি গণনা কেন্দ্র ছেড়ে বেরোননি ৷ অন্যদিকে, তৃণমূল প্রার্থী হালিমা বিবি নিজে চেষ্টা করেন আইএসএফ প্রার্থী এবং তাঁর এজেন্টকে গণনাকেন্দ্রে ঢোকানোর ৷ অভিযোগ পালটা তৃণমূল প্রার্থীকেই বের করে দেওয়া হয় ৷

আইএসএফ প্রার্থীর সাফ কথা, ''মেরে ফেললেও গণনাকেন্দ্র ছেড়ে যাব না ৷ মরলে এখানেই মরব ৷ তবুও অন‍্যায়ের কাছে নতিস্বীকার করব না ৷'' অভিযোগ উঠেছে, আইএসএফ প্রার্থীকে যখন অনবরত টেনে-হিচঁড়ে বের করা হচ্ছে ৷ গণনা কেন্দ্রের বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে ৷ তখন প্রার্থী বাঁচার জন্য পুলিশের কাছে সহযোগিতা চাইছিলেন ৷ কিন্তু কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে ৷

পরবর্তী সময়ে ইসমাইলের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী হালিমা বিবি নিজে চেষ্টা করেও গণনা কেন্দ্রের ভিতরে ঢোকাতে পারেননি আইএসএফ প্রার্থীকে ৷ সেখানেও তিনি বাধা পান দলীয় কর্মীদের ৷ শেষমেশ গণনা কেন্দ্র থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান তৃণমূল প্রার্থী ৷ গণনা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘আমি এভাবে জিততে চাইনি ৷’’ তবে, এই ঘটনার কিছুই জানেন না বলে দাবি করলেন, হাবরা 2 ব্লকের বিডিও ৷

আরও পড়ুন:দুর্গাপুর মহকুমার 4 ব্লকের 28টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের

অভিযোগ আইএসএফ প্রার্থী ইসমাইল মণ্ডলকে জোর করে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার চেষ্টা করে 3-4 জন তৃণমূল কর্মী ৷ এদের মধ্যে একজনের মুখে কাপড় বাঁধা ছিল ৷ আইএসএফ প্রার্থীকে কিল-চড় মারতে থাকে তারা ৷ প্রার্থীর এজেন্টে বাধা দিতে গেলে, তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷

ABOUT THE AUTHOR

...view details