পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোপালনগরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত ৩ - gopalnagar

গোপালনগর থানার গোপীনাথপুরের পূর্বপাড়া এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। অন্যদিকে বারাসতে দুর্ঘটনার কবলে পড়ে একটি বরযাত্রী বোঝাই বাস। আহত হয় ২০জন।

দুর্ঘটনায় মৃত দুই পড়ুয়া

By

Published : Mar 9, 2019, 1:15 AM IST

গোপালনগর, ৯ মার্চ : টিউশন পড়তে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল তিনজনের। দুর্ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার গোপীনাথপুরের পূর্বপাড়া এলাকায়। মৃতদের মধ্যে প্রত্যেকেই ক্লাস টেনের পড়ুয়া। অন্যদিকে বারাসতে দুর্ঘটনার কবলে পড়ে একটি বরযাত্রী বোঝাই বাস। আহত হয় ২০জন।

গোপালনগরে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তুষার দেবনাথ (১৫), সাথী কীর্তনিয়া (১৫) ও রেবা হালদারের (১৫)। তুষার গাইঘাটা থানার হাঁসপুর, সাথী ও রেবা গাইঘাটা থানার ঘোজার বাসিন্দা। রেবা, তুষার ও সাথী গতকাল বিকেলে গোপীনাথপুরে টিউশন পড়তে গিয়েছিল। সেই সময়, রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলার সময় তাদের পিষে দিয়ে যায় একটি লরি। ঘটনাস্থানেই মৃত্যু হয় দু'জনের। গুরুতর অবস্থায় হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় সাথীর।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে গোপালনগর ও গাইঘাটা থানার পুলিশ। স্থানীয়রা তাড়া করে নহাটা কলেজের কাছে ঘাতক লরিটিকে ধরে ফেলে। চালক সহ ঘাতক গাড়িটিকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা।

অন্যদিকে আজ নদিয়ার পায়রাডাঙা থেকে হলদিয়া যাচ্ছিল বরযাত্রী বোঝাই একটি বাস। পথে বারাসতের দাড়িপুকুর এলাকায় উলটো দিক থেকে আসা দ্রুতগামী একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন ২০ জন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details