বাগদা, 6 জুন : পঞ্চায়েতের একাধিক তালা ভেঙে চুরির চেষ্টা চালাল দুষ্কৃতীরা । লন্ডভন্ড অফিস ঘর । তবে ঠিক কী কী চুরি হয়েছে, তা এখনই ঠিক করে বলতে পারছেন না পঞ্চায়েত প্রধান । রবিবার সকালে বিষয়টি এক পঞ্চায়ের কর্মীর বিষয়টি নজরে আসে । ঘটনাটি উত্তর 24 পরগনার বাগদা কানিয়ারার দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ।
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, আজ সকালে বাগদা কনিয়ারায় ২ নম্বর গ্রাম পঞ্চায়েত কর্মী রঞ্জিত ঘোষ পঞ্চায়েত অফিসে এসে দেখেন প্রধানের ঘর-সহ একাধিক ঘরের তালা ভাঙা । ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জরুরি সরকারি কাগজপত্র । তখনই তিনি খবর দেন প্রধান অনামিকা বিশ্বাসকে । খবর পেয়ে পঞ্চায়েত অফিসে আসেন প্রধান । বাগদা থানায় খবর পাঠালে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগদা থানার পুলিশ । পঞ্চায়েতের পক্ষ থেকে বাগদা থানায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।