পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসছে যশ, সতর্ক দুই পরগনা - আসছে যশ

ঘূর্ণিঝড় যশের প্রভাবে সুন্দরবনের উপকূলবর্তী অঞ্চলে অঝোরে বৃষ্টি । রয়েছে হাওয়ার দাপটও । নদী ও স্থলপথে মাইকিং করে সতর্কতামূলক প্রচার চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর ।

সতর্ক দুই পরগনা
সতর্ক দুই পরগনা

By

Published : May 25, 2021, 8:53 PM IST

Updated : May 25, 2021, 10:36 PM IST

সন্দেশখালি, 25 মে : আমফান থেকে শিক্ষা নিয়ে এবার ঘূর্ণিঝড় 'যশ'-এর মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার । সতর্কীকরণ করা হয়েছে উপকূলবর্তী তিন জেলায় ৷ সতর্ক করা হয়েছে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসনকে ৷ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তিন জেলার প্রশাসনকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন ৷ সেইমত মাঠে নেমেছে উত্তর 24 পরগনার জেলা প্রশাসন ।

সুন্দরবন ঘেঁষা সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে এদিন স্থলপথে ফের মাইকিং করে প্রচার চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা । জলপথেও চলে সতর্কতামূলক প্রচার । জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ইন্সপেক্টর প্রবোধ কুমারের নেতৃত্বে 27 জনের দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে রায়মঙ্গল, কালিন্দী, ছোট কলাগাছি নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের সতর্ক করা হয় ৷ উপকূলবর্তী এলাকার মানুষদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয় ৷ দুর্গতদের জন্য মজুত করা হয়েছে পর্যাপ্ত জলের পাউচ এবং খাদ্যসামগ্রী । আমফানে ক্ষতিগ্রস্ত হওয়া নদীবাঁধগুলির উপরও বাড়তি নজর দেওয়া হয়েছে । এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যাধরী,কালিন্দী, বেতনী ও ইছামতি নদীর একাংশের বাঁধ ৷ বাঁধগুলি মেরামতিতে নেমেছে সেচ দফতর । ডিজাস্টার ম্যানেজমেন্ট, বিপর্যয় মোকাবিলা, বিদ্যুৎ দফতরকেও সজাগ থাকতে বলা হয়েছে । বিপর্যয়ের পর আপৎকালীন ভিত্তিতে কাজ চালাতে টায়ার লাইট সহ প্রয়োজনীয় ব্যবস্থাপনাও নিয়ে রেখেছে জেলা প্রশাসন । এরইমধ্যে ঘূর্ণিঝড় 'যশ' এর প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ।
ঘূর্ণিঝড় 'যশ'-এর প্রভাবে গতকাল সকাল থেকেই আকাশের মুখ ছিল ভাড় । কালো মেঘের ঘনঘটার মধ্যে দুপুর থেকে শুরু হয় বৃষ্টি ৷ সুন্দরবন লাগোয়া সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বাদুড়িয়া, স্বরূপনগর, মিনাখাঁর বিভিন্ন এলাকায় দুপুর গড়াতেই শুরু হয় বৃষ্টিপাত ।

আরও পড়ুন : দড়ি দিয়ে বাঁধা হল জাহাজ, বন্ধ বন্দরের কাজ; চূড়ান্ত প্রস্তুতি ডকে

সুন্দরবন ঘেঁষা সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের উপকূলবর্তী এলাকার মানুষজনকে সতর্ক করতে এদিন স্থলপথে ফের মাইকিং করে প্রচার চালায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা । জলপথেও চলে সতর্কতামূলক প্রচার । জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ইন্সপেক্টর প্রবোধ কুমারের নেতৃত্বে 27 জনের দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে রায়মঙ্গল, কালিন্দী, ছোট কলাগাছি নদীর তীরবর্তী অঞ্চলের মানুষদের সতর্ক করা হয় ৷ উপকূলবর্তী এলাকার মানুষদের আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর ।

Last Updated : May 25, 2021, 10:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details