পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবদম্পতির কাছে ৫০ হাজার টাকা দাবি পাড়ার ক্লাবের - barakpore

নবদম্পতির কাছে ৫০ হাজার টাকা দাবি করে নৈহাটি কারিগরপাড়া এলাকার একটি ক্লাব। নবদম্পতি সেই টাকা না দেওয়ায় তাদের মারধর করার অভিযোগ উঠেছে ক্লাবের বিরুদ্ধে।

ক্লাবের সদস্য

By

Published : Feb 26, 2019, 9:52 PM IST

ব্যারাকপুর, ২৬ ফেব্রুয়ারি :নবদম্পতির কাছে ৫০ হাজার টাকা দাবি করে নৈহাটি কারিগরপাড়া এলাকার একটি ক্লাব। নবদম্পতি সেই টাকা না দেওয়ায় তাদের মারধর করার অভিযোগ উঠেছে ক্লাবের বিরুদ্ধে।

গতরাতে নৈহাটি কারিগরপাড়া এলাকার বাসিন্দা মহম্মদ মনু রেশমি বিবিকে বিয়ে করে বাড়ি ফেরার সময় স্থানীয় ক্লাব টাকা দাবি করে। সেই টাকা না দিতে চাওয়ায় দম্পতিকে মারধর করা হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

অভিযোগ, বিক্ষোভ ঠেকাতে গিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় স্থানীয়দের। পুলিশের একটি গাড়ির কাচও ভেঙে দেয় তারা। নৈহাটি থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের নাম মহম্মদ রাজা, রফিকুল মোল্লা, শেখ মইদুল, মহম্মদ সেলিম এবং শোভারতি বিবি। বিক্ষোভকারীদের মধ্যে মূল অভিযুক্ত মহম্মদ আজহারউদ্দিন ঘটনার পর থেকে পলাতক। এই পাঁচজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৫, ৩২৬, ৩৮৪ এবং ৩৪ ধারা দেওয়া হয়েছে।

শুনুন বক্তব্য

এই নিয়ে নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জি বলেন, মনু গতরাতে দ্বিতীয় বিয়ে করে ফিরলে তার দুই স্ত্রীর মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। তখন স্থানীয় বাসিন্দারা দাবি করে মনুর পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করার। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে অভিযোগ করে। ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

ABOUT THE AUTHOR

...view details