বীজপুর, 9 জুলাই : 28 জুলাই হালিশহর পৌরসভার 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেওয়ায় 23টি আসন বিশিষ্ট পৌরসভাটি কার্যত হাতছাড়া হয় তৃণমূলের । সংখ্যাগরিষ্ঠতা পায় BJP । তবে, আজ BJP ছেড়ে ফের আটজন তৃণমূলে ফিরে আসেন । ফলে এখন হালিশহর পৌরসভায় তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা 11 । BJP-র কাউন্সিলরের সংখ্যাও 11 । ওই পৌরসভায় নির্দল রয়েছেন একজন । এখন BJP বা তৃণমূলের মধ্যে কাউকে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে এই নির্দল প্রার্থীর সমর্থন জরুরি । তবে, তিনি এখন জেলে । তাই অপেক্ষায় তার মুক্তির । কিন্তু তার আগেই শুভ্রাংশু রায় আজ দাবি করেন, তৃণমূলে ফেরা ওই আটজনের মধ্যে পাঁচ-ছ'জন না কি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন । জানিয়েছেন চাপে পড়ে তৃণমূলে ফিরেছেন । এর সাথে তিনি আরও জানান, কিছুদিনের মধ্যেই হালিশহর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনবে BJP । তখন সংখ্যাগরিষ্ঠতাও পাবেন তাঁরা ।
"যারা ফের তৃণমূলে গেলেন তাঁরা আমাকে বলেছেন তোমার পাশে আছি"
কাউন্সিলরদের ঘর ওয়াপসি নিয়ে শুভ্রাংশু বলেন, "কে গেছে, কী করতে গেছে তারাই বলতে পারবে । হালিশহরের মানুষ BJP-কে ভোট দিয়েছে । সেটাই সবচেয়ে বড় ব্যাপার । সামনে পৌরসভার ভোট আছে ওখানে । আমি আশাবাদী মানুষ BJP-র পক্ষেই মত দেবেন ।"
কাউন্সিলরদের ঘর ওয়াপসি নিয়ে শুভ্রাংশু বলেন, "কে গেছে, কী করতে গেছে তারাই বলতে পারবে । হালিশহরের মানুষ BJP-কে ভোট দিয়েছে । সেটাই সবচেয়ে বড় ব্যাপার । সামনে পৌরসভার ভোট আছে ওখানে । আমি আশাবাদী মানুষ BJP-র পক্ষেই মত দেবেন । আর মানুষের উপর তো আর কিছু হয় না । রাজনীতিতে হার আর জিতের মাঝে কিছু হয় না । আজ যারা তৃণমূলে গেছেন তাঁদের মধ্যে পাঁচ থেকে ছ'জন আমার সঙ্গে যোগাযোগ করেছেন । জানিয়েছেন চাপে পড়ে তৃণমূলে গেছেন কিন্তু আমার সঙ্গেই রয়েছেন । এর আগেও যখন আমাকে বসিয়ে রাখা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে তখনও তাঁরা আমার সঙ্গে ছিলেন । এখনও আছেন ।"
তাঁর আরও সংযোজন, "মানুষের জীবনে সমস্যা যে কোনও দিন যে কোনও সময় আসতে পারে । তাদের সেখান থেকে বের করার জন্যই রাজনীতি করা । আর কে কোথায় যাচ্ছে, কে কার সাথে যোগাযোগ করছে সেসব দিকে আমার নজর নেই । আমার লক্ষ্য এখন মানুষের উন্নয়ন করা । হালিশহরের ঘাটের সৌন্দর্যায়ন ও নিকাশি ব্যবস্থার বিষয়টি জানিয়ে আজই খেলা দেখতে দেখতে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে একটি চিঠি পাঠিয়েছি । হালিশহরে আমরা এর মধ্যে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনব । আর ভোট হলে আমরাই জিতব ।"