বিধাননগর, 17 অক্টোবর: 2016 সাল থেকে থমকে থাকা স্কুল সার্ভিস কমিশনের উচ্চ-প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখা গিয়েছে মঙ্গলবার ৷ এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে ৷ আদালতের এদিনের নির্দেশর পর এসএসসি'র তরফে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এ বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে বলে এদিন জানান কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। পুজোর ছুটির পর এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি ৷
এদিন এসএসসি চেয়ারম্যান জানান, কাউন্সেলিংয়ে ডাকার আগে চাকরিপ্রার্থীদের কল লেটার পাঠাতে হবে, তারপর মোটামুটি এক সপ্তাহের ব্যবধান রেখে এই প্রক্রিয়া শুরু করতে হবে ৷ সেক্ষেত্রে 6 নভেম্বর নাগাদ তা শুরু হতে পারে ৷ তবে এক্ষেত্রে উল্লেখ্য, হাইকোর্ট এদিন কাউন্সেলিং শুরুর নির্দেশ দিলেও, এখনই নিয়োগ করা যাবে না বলে জানিয়েছে ৷
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, "2016 সালের পর ফের এই কাউন্সেলিং হবে, কিছুটা হলেও স্বস্তি। তবে এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে ৷ প্রাথমিক আলোচনা হবে ৷ পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তাই 30 তারিখের পরই তা হবে ৷ পুজোর ছুটির পর ওয়েবসাইটে এই বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে ৷ চাকরি প্রার্থীদের কললেটারও পাঠানো হবে ৷" তবে কাউন্সেলিং প্রক্রিয়ার পর, পরবর্তী ধাপে নিয়োগের অনুমতিও আদালতের তরফে পাওয়ার বিষয়ে আশাবাদী কমিশন ।