পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shantanu-Suvendu Slam Mamata: মতুয়া ধর্মগুরুদের নাম বিকৃতির অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব শান্তনু-শুভেন্দু

মালদার সভা থেকে মতুয়া ধর্মগুরুদের (Matua Religious Heads) নাম ভুল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের দাবি, ইচ্ছে করে নাম বিকৃত করেছেন মুখ্যমন্ত্রী ৷ এই ইস্যুতে সরব হয়েছেন শুভেন্দু অধিকারীও ৷

Shantanu-Suvendu Slams Mamata
Shantanu-Suvendu Slams Mamata

By

Published : Feb 3, 2023, 3:50 AM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: মতুয়াদের ধর্মগুরুদের নাম ভুল বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ এই নিয়ে প্রতিবাদে সরব হলেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাতিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur) ৷ মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন ৷ এই ইস্য়ুতে মমতার বিরুদ্ধে তোপ দেগেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) ৷

মতুয়া সমাজের দু’জন গুরু, যাঁদের ওই সমাজ ঈশ্বরের আসনে বসিয়েছে, তাঁদের নাম হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুর ৷ গত মঙ্গলবার মালদার গাজোলের একটি জনসভায় মুখ্যমন্ত্রী ওই দুই মতুয়া ধর্মগুরুর নাম ‘রঘুচাঁদ’ ও ‘গরুচাঁদ’ বলে উল্লেখ করেন ৷ মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ছড়িয়ে পড়তেই হইচই পড়েছে সর্বত্র ৷ বিশেষ করে মতুয়া সমাজের পক্ষ থেকে সমালোচনা করা হয়েছে এই মন্তব্যের ৷

বুধবার সন্ধ্যায় টুইটারে এর প্রতিবাদ করে একটি ভিডিয়ো পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাতিপতি শান্তনু ঠাকুর ৷ সেখানে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন ৷ তাঁর অভিযোগ, তফশিলি জাতি বলেই মতুয়াদের ঈশ্বরের অপমান করেছেন মুখ্যমন্ত্রী ৷ মতুয়া সম্প্রদায়কে মমতা বন্দ্যোপাধ্য়ায় ব্যবসা বলে মনে করেন ৷ মতুয়া সম্প্রদায় মুখ্য ভোটব্যাংক বলে ভাবেন ৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে এই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত মুখ্যমন্ত্রীর ৷ আর মতুয়া সমাজ এই মন্তব্যের জন্য তৃণমূল কংগ্রেসকে ভোটবাক্সে জবাব দেবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বনগাঁর সাংসদ ৷

অন্যদিকে বুধবারই রাতে মমতার বক্তব্য়ের ওই অংশ টুইটারে পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তাঁর দাবি, ‘‘পরম পূজনীয় পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশূদ্র সমাজকে অপমানিত করেছেন মাননীয়া । সারাজীবন মতুয়া সমাজকে ভোট ব্যাঙ্ক ভেবেছেন, মন থেকে যে সম্মান করেননি, তা আপনার এই অজ্ঞতা থেকে প্রমাণ পায় । তীব্র নিন্দা জানাই ।’’

যদিও সেদিন মতুয়াদের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে, সেই খতিয়ান তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী ৷ আর বিজেপি (BJP) ও মতুয়ারা এই নিয়ে হইচই করা শুরু করতেই মতুয়াদের জন্য মমতার উন্নয়নের প্রসঙ্গ টেনেই পালটা জবাব দিচ্ছে তৃণমূল ৷

বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ শান্তনু সেন বলেন, ‘‘মতুয়া সম্প্রদায়ের যিনি প্রধান, সেই বড়মার শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি পাশে ছিলেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । মতুয়া সম্প্রদায়ের জন্য সামগ্রিক উন্নয়ন যদি কেউ করে থাকেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি সস্তার রাজনীতি করেন না । প্রকৃত অর্থে উন্নয়ন করেন ।’’ একই সঙ্গে তিনি এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘যাঁরা তাঁদের নিয়ে বড় বড় কথা বলছেন, তাঁদের অবস্থা দেখুন । তাঁরা এখানে এসে এনআরসির নাম করে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে ।’’

আরও পড়ুন:মালদায় মতুয়াদের উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মমতার স্লিপ অফ টাং, সমালোচনা বিজেপির

ABOUT THE AUTHOR

...view details