পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন', চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর - ED Attack

Shantanu Thakur on ED Attack: পুলিশই সহযোগিতা করে শাহজাহানকে দেশ থেকে বের করে দিয়েছে ৷ এমনই বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ তিনি আরও দাবি করেন, শেখ শাহজাহান এখন মায়ানমারে ৷

ETV Bharat
শান্তনু ঠাকুর

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 10:48 PM IST

শান্তনু ঠাকুরের দাবি শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন

বনগাঁ, 13 জানুয়ারি: শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন। এমনই দাবি করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ৷ শনিবার উত্তর 24 পরগনার বাগদা ব্লকের ঘুণারমাঠে সাংসদ উন্নয়ন তহবিলে তৈরি একটি পাকা ঘাটের উদ্বোধন করতে আসেন বনগাঁর এই বিজেপি সাংসদ ৷ সেখানেই তিনি শেখ শাহজাহান সম্পর্কে এই দাবি করেন ৷

এছাড়া শুক্রবার মন্ত্রী সুজিত বসু ও তৃণমূল বিধায়াক তাপস রায়ের বাড়িতে ইডি হানা নিয়েও মন্তব্য করেন ৷ তিনি বলেন, "কারও নামে অভিযোগ থাকলে ইডি তাঁর বিষয়ে তদন্ত করে দেখতেই পারে ৷ কিন্তু তিনি যদি দোষী না হন তাহলে যে তাঁকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় না, সেটা গতকাল প্রমাণিত হয়েছে ৷"

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও ফেরার ৷ পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি ৷ এ বিষয়ে শান্তনু ঠাকুর বলেন, "শেখ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন ৷ রোহিঙ্গা এবং দুষ্কৃতীদের জোগাড় করতে গিয়েছেন ৷ যে তুলকালাম ঘটিয়েছেন তার দ্বিগুণ তুলকালাম করা যায় কি না সেই চেষ্টা করে বেড়াচ্ছেন ৷ এটা সরকার বিরোধী কাজ ৷ শাহজাহানের কঠিন সাজা হবে ৷ সময় হলেই বুঝতে পারবেন ৷"

5 জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ইডি ৷ সেদিন আক্রান্ত হন ইডি আধিকারিকরা ৷ ঘটনার পর 9 দিন পেরিয়ে গেলেও এখন অধরা শাহজাহান ৷ এই ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এ নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধী শিবির ৷

এবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও ৷ শাহজাহান মায়ানমারে পালিয়ে গিয়েছেন বলে দাবি করার পাশাপাশি তিনি বলেন, "পুলিশ শাহজাহানকে খুঁজছে না ৷ খুঁজলে তো পাবে! পুলিশই সহযোগিতা করে ওঁকে দেশের বাইরে বের করে দিয়েছে ৷" ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির তরফে ইমেল মারফত অভিযোগ দায়ের করা হয় বসিরহাট জেলার পুলিশ সুপারের কাছে ৷ সেই মতো পুলিশ শেখ শাহজাহান এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে এফআইআর করে ন‍্যাজাট থানায় ৷ এই ঘটনায় ন্যাজাট থানার পুলিশ দু'জনকে গ্রেফতার করলেও এখন অধরা শেখ শাহজাহান ৷ এবার তা নিয়েই তোপ দাগলেন শান্তনু।

আরও পড়ুন:

  1. শাহজাহান ঘনিষ্ঠ দু'জনকে গ্রেফতার পুলিশের, হামলার মাস্টারমাইন্ড অধরাই
  2. শাহজাহান-ঘনিষ্ঠ জিয়াসউদ্দিন সন্দেশখালিতেই, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  3. শুধু সুজিত কেন, মমতার ফোনে তদন্ত করলেও অনেক তথ্য পাবে ইডি, দাবি দিলীপের

ABOUT THE AUTHOR

...view details