বনগাঁ (উত্তর 24 পরগনা), 20 জানুয়ারি:লাইনে কাজ চলার জন্য উত্তর 24 পরগনা দত্তপুকুর রেলস্টেশনে ইন্ডিয়ান রেলওয়ে বিজ্ঞপ্তি জারি করে বনগাঁ শাখার কিছু কিছু ট্রেন বাতিল থাকার কথা জানাল (Several Trains Cancelled on Bangaon Line) ৷ এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে বিশেষ ট্রাফিক এবং পাওয়ার ব্রেকের জন্য 20, 21, 22 ও 23 বনগাঁ শাখার আপ ও ডাউন লোকাল ট্রেনগুলি বাতিল থাকবে ৷
20 জানুয়ারি
আপ দত্তপুকুর থেকে বনগাঁর দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33863- রাত 12টা 45)
ডাউন দত্তপুকুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33858 রাত 10টা 24)
21 জানুয়ারি
আপ দত্তপুকুর থেকে বনগাঁর দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে (ট্রেন নম্বর 33811-ভোর 4টে 3), (ট্রেন নম্বর 33818 - ভোর 5টে 9), (ট্রেন নম্বর 33815 -ভোর 5টা 49), (ট্রেন নম্বর 33651- ভোর 5টা 38), (ট্রেন নম্বর 33863- রাত 12টা 45) ৷
ডাউন দত্তপুকুর থেকে শিয়ালদার দিকে যাওয়ার যে ট্রেনগুলি বাতিল থাকবে - (ট্রেন নম্বর 33812/354/33818 সকাল 6টা 34), (ট্রেন নম্বর 33652 সকাল 6টা 54), (ট্রেন নম্বর 33858 রাত 10টা 24) ৷