পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মুকুল রায়ের নামে পোস্টার - poster at kanchrapara accusing of money laundering

টাকা আত্মসাতের অভিযোগ তুলে BJP নেতা মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নামে পোস্টার পড়ল কাঁচরাপাড়ায় ৷ মুকুল রায়ের বাড়ির আশপাশেই দেওয়া হয়েছে এই পোস্টার ৷ যদিও BJP-র দাবি মুকুল রায়কে বদনাম করতে এই পোস্টার দিয়েছে তৃণমূল কংগ্রেস ৷

ফাইল ফোটো

By

Published : Aug 1, 2019, 3:08 PM IST

Updated : Aug 1, 2019, 3:15 PM IST

কাঁচরাপাড়া, 1 অগাস্ট : সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তুলে BJP নেতা মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়ের নামে পোস্টার পড়ল কাঁচরাপাড়ায় ৷ কাঁচরাপাড়া ঘটক রোড অঞ্চল অর্থাৎ মুকুল রায়ের বাড়ির আশপাশেই দেওয়া হয়েছে এই পোস্টার ৷ পাশাপাশি বনগাঁ পৌরসভার BJP কাউন্সিলর দীপ্তি সরকারের নামে টাকা নেওয়া ও তা ফেরতের দাবিতেও এলাকায় পোস্টার পড়েছে ৷

এই বিষয়ে ব্যারাকপুর BJP সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনি পাঠক বলেন, "এগুলি তৃণমূলের চক্রান্ত ৷ যদি সত্যি তিনি টাকা নিয়ে থাকতেন, তাহলে যখন তৃণমূল ছিলেন তখনই দিদি টাকাগুলো ফেরত দিতে বলতেন ৷ যেহেতু এখন উনি BJP নেতা এবং অনেকে তাঁর হাত ধরে BJP-তে যোগ দিচ্ছে, তাই তাঁকে আটকাতে ও বদনাম করার জন্য এই কাজ করা হয়েছে ৷ তৃণমূলের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে৷ "

ভিডিয়োয় শুনুন BJP নেত্রী ফাল্গুনি পাঠকের বক্তব্য

এবিষয়ে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি ।

Last Updated : Aug 1, 2019, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details