অশোকনগর, 29 জুলাই: ‘অশোকনগরের পার্থ প্রবোধ সরকার’ ৷ এমনই পোস্টার পড়েছে অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের বিরুদ্ধে (Poster Against Ashoknagar Municipality Chairman Probodh Sarkar for Corruption Allegation) ৷ অভিযোগ, পৌরসভায় চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তিনি ৷ পাশাপাশি, গঙ্গাজল পরিশোধন প্রকল্পে তিনটি সংস্থার থেকে কয়েক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এই পোস্টারগুলি পড়েছে ৷
অশোকনগরের কল্যাণগড় এলাকায় পৌরপ্রধান প্রবোধ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়েছে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে অশোকনগরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ অশোকনগরের বেকার যুবক-যুবতী, এই নামে পৌরসভায় চাকরির দেওয়ার বদলে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে প্রবোধ সরকারের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, ‘‘অশোকনগরের বেকার যুবক-যুবতীদের বঞ্চিত করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন প্রবোধ সরকার ৷’’ এই অভিযোগে সিবিআই ও ইডি-র তদন্ত দাবি করা হয়েছে ৷