পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Poster Against Probodh Sarkar: ‘অশোকনগরের পার্থ প্রবোধ সরকার’, দুর্নীতির অভিযোগে পৌরপ্রধানের নামে পোস্টার - Poster Against Probodh Sarkar

অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়ল (Poster Against Ashoknagar Municipality Chairman Probodh Sarkar for Corruption Allegation) ৷ যেখানে তাঁকে ‘অশোকনগরের পার্থ’ বলে উল্লেখ করা হয়েছে ৷ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

Poster Against Ashoknagar Municipality Chairman Probodh Sarkar for Corruption Allegation
Poster Against Ashoknagar Municipality Chairman Probodh Sarkar for Corruption Allegation

By

Published : Jul 29, 2022, 2:08 PM IST

অশোকনগর, 29 জুলাই: ‘অশোকনগরের পার্থ প্রবোধ সরকার’ ৷ এমনই পোস্টার পড়েছে অশোকনগর পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকারের বিরুদ্ধে (Poster Against Ashoknagar Municipality Chairman Probodh Sarkar for Corruption Allegation) ৷ অভিযোগ, পৌরসভায় চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তিনি ৷ পাশাপাশি, গঙ্গাজল পরিশোধন প্রকল্পে তিনটি সংস্থার থেকে কয়েক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এই পোস্টারগুলি পড়েছে ৷

অশোকনগরের কল্যাণগড় এলাকায় পৌরপ্রধান প্রবোধ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোস্টার পড়েছে ৷ যে ঘটনাকে কেন্দ্র করে অশোকনগরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ অশোকনগরের বেকার যুবক-যুবতী, এই নামে পৌরসভায় চাকরির দেওয়ার বদলে লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে প্রবোধ সরকারের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়েছে ৷ যেখানে অভিযোগ করা হয়েছে, ‘‘অশোকনগরের বেকার যুবক-যুবতীদের বঞ্চিত করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন প্রবোধ সরকার ৷’’ এই অভিযোগে সিবিআই ও ইডি-র তদন্ত দাবি করা হয়েছে ৷

শুধু তাই নয় ৷ দ্বিতীয় পোস্টারে প্রবোধ সরকারের বিরুদ্ধে গঙ্গার পরিশোধিত পানীয় জল প্রকল্পে তিনটি সংস্থার থেকেও কয়েক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করা হয়েছে ৷ সেখানে লেখা, ‘‘গঙ্গার জল প্রকল্পে তিনটি কোম্পানি থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন প্রবোধ সরকার ৷’’ সেখানেও সিবিআই ও ইডি তদন্তের দাবি করা হয়েছে ৷ আর প্রতিটি পোস্টারের শুরুতে লেখা ‘অশোকনগরের পার্থ প্রবোধ সরকার’ ৷

আরও পড়ুন:পার্থর জায়গায় 'জাগো বাংলা'র নতুন সম্পাদক হলেন সুখেন্দুশেখর রায়

এই অভিযোগ সামনে আসতেই সরব হয়েছে অশোকনগরের বিরোধী দলের নেতৃত্ব ৷ এ নিয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার মিডিয়া সেলের নেতা পার্থপ্রতিম সরকার জানান, যাঁরা এই পোস্টার মেরেছেন, তাঁদের সামনে এসে প্রবোধ সরকারের বিরুদ্ধে মামলা করা উচিত ৷ এ বিষয়ে প্রবোধ সরকার পাল্টা চ্যালেঞ্জ করেছেন ৷ তাঁর কথায়, ‘‘বহুজন নয়, একজনের থেকে টাকা নিয়েছি দেখাতে পারলে পৌরসভার প্রধানের পদ ছেড়ে দেব ৷’’

ABOUT THE AUTHOR

...view details