পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নির্বাচন পরবর্তী হিংসায় উত্তেজনা ব্যারাকপুরে

ভোট শেষ হয়ে যাওয়ার পরেই পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এলাকা ছাড়তেই ব্যারাকপুর জুড়ে গতরাত থেকে শুরু হয় রাজনৈতিক দুষ্কৃতীদের তাণ্ডব ।

s

By

Published : May 7, 2019, 7:48 PM IST

ব্যারাকপুর, 7 মে : বিক্ষিপ্ত অশান্তিতে পঞ্চম দফার নির্বাচন মেটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে । সকাল থেকে অশান্তির খবর এসেছে ব্যারাকপুর কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে । দুষ্কৃতীদের মারে ঠোঁট ফেটেছিল অর্জুন সিংয়ের । ভোট পর্ব মিটে গেলেও এখনও যথেষ্টই উত্তপ্ত ব্যারাকপুরের বিভিন্ন এলাকা । কোথাও তৃণমূলের ক্লাবে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ । আবার কোথাও BJP কর্মীর বাড়ি ভাঙচুর, কোথাও বা তৃণমূলে ভোট দেওয়ার অপরাধে মারধর ।

ভোট শেষ হয়ে যাওয়ার পরেই পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এলাকা ছাড়তেই গতরাত থেকেই শুরু হয় দুষ্কৃতীদের তাণ্ডব । অভিযোগ উঠেছে বীজপুর বিধানসভা এলাকার কাঁচরাপাড়া 22 নম্বর ওয়ার্ডের তৃণমূলের একটি ক্লাবে বোমাবাজি করে দুষ্কৃতীরা । এছাড়াও ক্লাবের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে । এই বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।

BJP হেরে যাওয়ার হতাশা থেকেই এই হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP । BJP-র ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে । তাঁর দাবি, তৃণমূল নিজেরাই গন্ডগোল পাকিয়ে ইচ্ছাকৃতভাবে BJP-র নাম জড়াচ্ছে ।

অন্যদিকে নৈহাটি 6 নম্বর বিজয়নগর এলাকায় রেণুকা সাউ নামে এক BJP কর্মী নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করায় তৃণমূল রাতে তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ । অবশ্য অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । পাশাপাশি জগদ্দল বিধানসভার আতপুরে তৃণমূলকে ভোট দেওয়ায় দুই তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ । এই সমস্ত ক্ষেত্রেই অভিযোগ ও পালটা অভিযোগে রীতিমতো নির্বাচন পরবর্তী পর্যায়ে যথেষ্ট উত্তপ্ত গোটা এলাকা ।

ABOUT THE AUTHOR

...view details