বারাসত, 23 অক্টোবর : দুর্গাপুজো মিটতেই ফের ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ ৷ এমন পরিস্থিতিতে কালীপুজো নিয়ে কোনও ঢিলেমিতে নারাজ প্রশাসন ৷ তার জন্য বারাসতে বিধি মেনে কালীপুজোর নির্দেশিকা জারি করল বারাসত পুলিশ এবং প্রশাসন ৷ জানিয়ে দেওয়া হয়েছে, কোভিড বিধি অমান্য করে পুজোর আয়োজন হলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ প্রয়োজনে বাতিল করা হবে পুজোর অনুমতিও ৷ পুজো কমিটিগুলির ভিআইপি পাস বিলি করাতেও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে ৷
কালীপুজোর আগে কোভিড বিধি নিয়ে ইতিমধ্যেই বারাসত এবং মধ্যমগ্রামের পুজো কমিটিগুলির সঙ্গে আলাদা বৈঠক করেছেন জেলার পুলিশ কর্তারা ৷ সেখানে কোভিড বিধি মেনে চলার উপর জোর দেওয়া হয় ৷ তিন দিক খোলা রেখে মণ্ডপ তৈরি করতে হবে বলে জানিয়ে দেওয়া হয়, যাতে প্রতিমাদর্শন সেরে সহজেই বেরিয়ে আসতে পারেন সাধারম মানুষ ৷ তাতে সম্মত হয়েছে পুজো কমিটিগুলিও ৷ পুলিশের সঙ্গে সবরকম ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে তারা ৷
আরও পড়ুন:Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন্যার দেহ উদ্ধার
প্রতি বছর মহা জাঁকজমক করে কালীপুজো হয় উত্তর 24 পরগনার বারাসতে ৷ বিরাট প্যান্ডেল, চোখ ধাঁধানো আলোকসজ্জা, আর বাঁধ ভাঙা ভিড়, বছরের পর বছর এ সবই বারাসতের কালীপুজোর ইউএসপি হয়ে উঠেছে ৷ গত কয়েক বছর ধরে তাদের রীতিমতো টেক্কা দিচ্ছে মধ্যমগ্রামও ৷ যদিও করোনার প্রকোপে গত বছর থেকে জাঁকজমকের বহর কিছুটা কমেছে ৷ আগের বারও কোভিড বিধি মেনেই পুজো হয়েছিল ৷ এ বারেও সরকারি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে সম্মত হয়েছে পুজো কমিটিগুলি ৷ জাঁকজমক কমিয়ে অসহায় মানুষদের সহায়তায় এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা ৷
করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশ ৷ তার মধ্যেই উৎসবের আবহে সংক্রমণবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছিল ৷ যে কারণে কোভিড বিধি মেনেই পুজোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ কিন্তু এ বারের দুর্গাপুজোয় যাবতীয় বিধিনিয়ম কার্যত শিকেয় উঠেছিল ৷ বরং ভিড় উপচে পড়েছিল প্যান্ডেলে প্যান্ডেলে ৷ তাতে অধিকাংশ মানুষের মুখে মাস্ক পর্যন্ত দেখা যায়নি ৷ বালাই ছিল না সামাজিক দূরত্ববিধি বজায় রাখারও ৷ পুজো মিটতেই এই দায়িত্বজ্ঞানহীনতার ফল মিলছে হাতেনাতে ৷ গত কয়েক দিনে সংক্রমণ ক্রমশ বাড়ছে ৷ এমনকি টিকাকরণ সম্পূর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও করোনায় সংক্রমিত হয়েছেন অনেকে ৷
আরও পড়ুন:Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা