বারাসত, 18 এপ্রিল: জেল হেফাজতের মেয়াদ শেষ হতেই তিন বাম ছাত্রনেতাকে চুরি-সহ একাধিক নতুন অভিযোগে হেফাজতে নিল বারাসত থানার পুলিশ ৷ জানা গিয়েছে, ওই তিন ছাত্রনেতার নাম সুকান্ত কর, পার্থ সাহা এবং শুভম বিশ্বাস ৷ জেলা পরিষদে অশান্তির ঘটনায় এই তিন ছাত্রনেতাকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ সোমবার ফের তাঁদের তোলা হয় বারাসত আদালতে ৷ সেখানে তাঁদের 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানান সরকারি আইনজীবী ৷ এর বিরোধিতা করে পালটা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অভিযুক্তদের আইনজীবী ৷ দু'পক্ষের বাকবিতণ্ডার জেরে দীর্ঘক্ষণ স্থগিত থাকে মামলা ৷ শেষে সন্ধ্যায় তিনজনকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন সিজেএম আদালতের বিচারক ৷
কিন্তু কী কারণে তিন বাম ছাত্রনেতাকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন করা হল ? জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছে পুলিশ ৷ সূত্রের খবর, গত 11 এপ্রিল বাম ছাত্র-যুব সংগঠনের জেলা পরিষদ অভিযানে অশান্তি ঠেকাতে গিয়ে পুলিশের টুপি, ক্রাউন, ব্যাচ খোয়া যায় ৷ হারায় মোবাইলও ৷ সেই ঘটনায় পুলিশ এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ খোয়া যাওয়া জিনিসগুলি খুঁজে পেতেই তাঁদের পুলিশি হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তদন্তকারীরা ৷
পুলিশের দাবি, ওই দিনের ঘটনায় দুষ্কৃতীদের মতো আচরণ করা হয়েছে পুলিশের সঙ্গে ৷ পুলিশের অভিযোগের বিরোধিতা করে অভিযুক্তদের আইনজীবী আদালতকে জানান, পুলিশ যে সমস্ত অভিযোগ এনে ধৃত তিনজনকে হেফাজতে নিতে চাইছে, তার কোনও যৌক্তিকতা নেই ৷ বিশেষ কোনও উদ্দেশ্যেই তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে ৷ এমনকি পুলিশের ভূমিকা একপেশে বলে আদালতে জানান তিনি ৷ যদিও সেই যুক্তি খুব একটা কাজে দেয়নি ৷ আদালত তিন বাম ছাত্রনেতাকে তিনদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷