হাওড়া ও কলকাতা, 29 অক্টোবর : আগামী রবিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন চালানোর অনুমতি দিয়েছে রাজ্য প্রশাসন ৷ যে খবরে খুশি নিত্যযাত্রীরা ৷ এর পর ট্রেনের সংখ্যা বাড়বে বলেই মনে করছেন তাঁরা ৷ বর্তমানে পূর্ব রেলের বিশেষ মান্থলি এবং টিকিট কেটে স্টাফ স্পেশালে সাধারণ যাত্রীদের উঠতে দেওয়া হচ্ছে ৷ যেখানে ট্রেনের সংখ্যার অনুপাতে যাত্রী সংখ্যা অনেক বেশি ৷ ফলে করোনা পরিস্থিতিতে ট্রেনে অস্বাভাবিক ভিড়ের কারণে সংক্রমণের আশঙ্কা অনেক বেশি ৷ তাই এবার রাজ্য সরকারের তরফে ট্রেন চালানোর অনুমতি দেওয়ায় স্বাভাবিকভাবেই সেই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন যাত্রীরা ৷
প্রায় 6 মাস পর লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে ৷ কিন্তু, যাত্রীদের মধ্যে ট্রেন চালানো বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল ৷ কেউ লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক হওয়ায় খুশি ৷ কারও আবার ক্ষোভ, লোকাল ট্রেন আরও আগে চালানো উচিত ছিল ৷ তবে, লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক হলেও, ট্রেনের সংখ্যা সাধারণ সময়ের থেকে বাড়াতে হবে বলে মনে করছেন বহু যাত্রী ৷ তাঁদের মতে, লোকাল ট্রেনে যদি ভিড় কমাতে হয়, তাহলে ট্রেনের সংখ্যা আগের থেকে অনেক বেশি বাড়াতে হবে ৷ তবেই করোনা পরিস্থিতিতে ভিড় এড়ানো এবং সংক্রমণের আশঙ্কার কমবে ৷
আরও পড়ুন : Local Train Service Resume: স্কুল-কলেজের পর লোকাল ট্রেন এবং অন্যান্য পরিষেবায় ছাড় নবান্নের