পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Councillor Suicide Attempt অনুপম খুনে জামিন পেয়েছেন মূল অভিযুক্ত, আত্মহত্যার চেষ্টা পানিহাটির কাউন্সিলরের - TMC Councillor Minakshi Dutta

পানিহাটি পৌরসভার কাউন্সিলর অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত বাপি পন্ডিত জামিন পেয়েছেন । তারপরেই আত্মহত্যার চেষ্টা করেন মৃত কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত (Minakshi Dutta attempts to die by suicide) ।

Attempted to Suicide
পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

By

Published : Aug 30, 2022, 6:58 AM IST

Updated : Aug 30, 2022, 3:42 PM IST

পানিহাটি, 30 অগস্ট: জামিন পেয়েছেন পানিহাটি পৌরসভার কাউন্সিলর অনুপম দত্ত খুনে মূল অভিযুক্ত বাপি পণ্ডিত (Minakshi Dutta attempts to die by suicide)। তারপরেই আত্মহত্যার চেষ্টা করলেন প্রয়াত অনুপমের স্ত্রী মীনাক্ষী দত্ত । যিনি বর্তমানে ওই ওয়ার্ডেরই কাউন্সিলর । তাঁকে দ্রুত উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভর্তি করে বাড়ির লোক ।

আরও পড়ুন:পানিহাটির কাউন্সিলর খুনে গ্রেফতার আরও 1, উদ্ধার আগ্নেয়াস্ত্র

প্রসঙ্গত, পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে 13 মার্চ রবিবার সন্ধেয় গুলি করে পালায় একদল দুষ্কৃতী ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর (Panihati TMC Councillor shot Dead at Agarpara) ৷

জানা যায়, আগরপাড়া বিটি রোড সংলগ্ন দলীয় কার্যালয়ে বাইকে করে এসে জনাকয়েক দুষ্কৃতী অনুপম দত্তকে লক্ষ্য করে দু'টি গুলি চালায় । একটি মাথায় এবং অন্য গুলিটি লাগে তৃণমূল কাউন্সিলরের কাঁধে ৷ সঙ্কটজনক অবস্থায় তাঁকে প্রথমে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় ৷ এরপর বেলঘরিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই তৃণমূল কাউন্সিলরের ।

পানিহাটিতে মৃত কাউন্সিলরের স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রাথমিকভাবে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি হলেও আপাতত স্থিতিশীল প্রয়াত অনুপম দত্তের স্ত্রী ৷ তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ মীনাক্ষী দত্তের পরিবার ও স্থানীয় তৃণমূল কর্মীরা বিশেষ করে অনুপম ও মীনাক্ষীর অনুগামীরা হাসপাতালে আসার পর পৌরমাতার সঙ্গে কথা বলেই আন্দোলনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মীনাক্ষীর কথামতোই পদক্ষেপ গৃহীত হবে।

Last Updated : Aug 30, 2022, 3:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details