বাগানবাড়ি থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার নাগেরবাজার, 21 সেপ্টেম্বর:বাগানবাড়ি থেকে বুধবার রাত 11টা নাগাদ এক বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার হল ৷ ঘটনাটি ঘটেছে দমদম নাগেরবাজারের নয়াপট্টি এলাকায় ৷ মৃতের নাম কল্যাণ ভট্টাচাৰ্য ৷ বয়স 72 বছর ৷ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় ৷ জানা গিয়েছে, বৃদ্ধ আগে ব্যবসা করতেন ৷ প্রচুর জমিজমা রয়েছে তাঁর ৷ এখন তিনি সেই জমি বিক্রি করেই নিজের খরচ চালাতেন ৷ ঘটনার পর থেকেই বৃদ্ধের গাড়িটিকেও বাড়ির আশপাশে দেখা যাচ্ছে না ৷ তাছাড়া বৃদ্ধের সর্বক্ষণের সঙ্গী কুকুরটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।
সূত্রের খবর, এই বাগানবাড়িতে একাই থাকতেন বৃদ্ধ ৷ তাঁর আত্মীয়রা সল্টলেকে থাকেন ৷ তারা তাঁকে অনেকবার ফোন করেন ৷ কিন্তু ফোনে পাওয়া যায়নি বৃদ্ধকে ৷ এরপরেই বুধবার রাতের দিকে এই বাড়িতে আসেন ৷ ঠিক সেই সময় তারা দেখতে পায় বাইরে থেকে গেটে তালা ঝুলছে এবং ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে ৷ এরপর আত্মীয়রা নাগেরবাজার থানায় খবর দেয় । পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে ৷
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে, ঘটনার তদন্তও শুরু হয়েছে ৷ তবে বাইরে থেকে কেন দরজায় তালা দেওয়া ছিল ? তা নিয়েই রহস্য তৈরি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ৷ ঘটনার বিষয়ে তথ্য জানতে নাগেরবাজার থানার পুলিশ মৃত বৃদ্ধের আত্মীয়দের সঙ্গেও কথা বলছে। পাশাপাশি, আরও একটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। তা হল, পুলিশ জানতে পেরেছে বৃদ্ধের সঙ্গে বাড়িতে একটি কুকুর থাকত ৷ ঘটনার পর থেকে সেটিরও খোঁজ মিলছে না ৷ পাশাপাশি বৃদ্ধের গাড়িটিকেও পাওয়া যাচ্ছে না।
আরও পড়ুন:রবিনসন স্ট্রিটের চেয়েও মর্মান্তিক ! উদ্ধার ভাইয়ের কঙ্কাল ও দাদার পচাগলা দেহ
দক্ষিণ দমদম পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা রক্ষিত ঘটনাস্থলে আসেন ৷ তিনি বলেন, "আমি দেড় বছর এই ওয়ার্ডের কাউন্সিলর ৷ রোজ মর্ণিং ওয়াকে এসে এই বাড়ির সামনের দোকানে বসে চা খাই ৷ আজ পর্যন্ত কোনওদিন ওই বৃদ্ধকে এখানে দেখিনি ৷ শুনেছি দিনে একবার দু'বার বাড়ি থেকে বেরতেন ৷ কিন্তু খুব বেশি মানুষের সঙ্গে কথা বলতেন না ৷ উনি কারও সঙ্গে সেভাবে মেলামেশাও করতেন না ৷ ওঁর একটা গাড়ি এবং কুকুর ছিল ৷ সেগুলির খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷"