হাড়োয়া, 4 এপ্রিল : শতাধিক গ্রাহকের কাছে প্রায় 15 লাখ টাকা তুলেছিল তারা। সময় মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মূল শাখায় সেই টাকা জমা করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল । কিন্তু জমানো টাকা ব্যাঙ্কে না দিয়ে হঠাৎই বেপাত্তা এজেন্ট দম্পতি । উত্তর 24 পরগনার হাড়োয়ার ঘোষপুরের ঘটনা । ইতিমধ্যেই অভিযুক্ত মনোয়ারা বিবি ও তার শওহর আবদুল্লাহ শেখের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।
ব্যাঙ্কে জমা দেওয়ার নাম করে গত কয়েকমাস ধরে মনোয়ারা ও আবদুল্লাহ শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় 15 লাখ টাকা তোলে । কিন্তু আজ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে গ্রাহকরা জানতে পারেন অ্যাকাউন্টে কোনও টাকাই জমা পড়েনি । খোঁজ শুরু হয় ওই দম্পত্তির । তখনই স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, গতরাতে সমস্ত টাকা নিয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে তারা ।