বাগদা, 20 অক্টোবর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে । ধৃত কিশোরের বয়স 16 । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানার অন্তর্গত একটি গ্রামে । নিগৃহীতা নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে । ধৃত কিশোরকে জুভেনাইল আদালত হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ।
নাবালিকা ধর্ষণের অভিযোগে ধৃত প্রতিবেশী কিশোর - Bagda
নাবালিকাকে ধর্ষণে গ্রেপ্তার কিশোর ৷ ধৃতকে শনিবারই বিধাননগর জুভেনাইল আদালতে তোলা হয় । বিচারক তাকে হোমে পাঠানোর নির্দেশ দেন ।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার দুপুরে গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়ি ফিরছিল আট বছরের ওই নাবালিকা । রাস্তায় প্রতিবেশী এক কিশোরের সঙ্গে তার দেখা হয় । ওই কিশোর তাকে বাড়িতে ডেকে নিয়ে যায় । বাড়িতে কেউ না থাকার সুযোগে সে ওই বালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ । মেয়েটিকে হুমকিও দেওয়া হয় এই কথা প্রকাশ না করার । রক্তক্ষরণ হওয়ায় ওই বালিকা বাড়ি ফিরে সব কথা মাকে জানায় । মেয়ের কথা শুনে রাতেই বাগদা থানায় ওই কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে তার পরিবার ।
থানায় অভিযোগ দায়ের হতেই শনিবার সকালে পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে । ধৃতকে শনিবারই বিধাননগর জুভেনাইল আদালতে তোলা হয় । বিচারক তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।