বারাসত, 16 জুলাই:আন্দোলন ইস্যুতে সিপিএমের প্রাক্তন বিধায়ক ও দলের জেলা নেতা তন্ময় ভট্টাচার্যকে ঘুরিয়ে জবাব দিলেন ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee)। শনিবার উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে দলের সদস্য সংগ্রহ অভিযানে সামিল হন তিনি । সেখানেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের অভিযোগ প্রসঙ্গে পার্টির যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি মার খেয়েছেন পার্টির ছাত্র-যুবর কর্মীরাই । এক একজনের বিরুদ্ধে একাধিক মামলা চলছে এখনও । মইদুল, আনিশ, বিদ্যুতের মতো কর্মীরা মারা গিয়েছেন ঘরে বসে থেকে নয় । রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়েই শহিদ হয়েছেন তাঁরা ।"
পার্টির হোল টাইমার ইস্যুতে সম্প্রতি একটি বৈদ্যুতিক চ্যানেলে বিস্ফোরক অভিযোগ করেন জেলা সম্পাদক মণ্ডলীর স্থায়ী কমিটি থেকে বাদ পড়া সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য(Tanmoy Bhattacharya) । মূলত তাঁর অভিযোগ ছিল সিপিএম পার্টির বর্তমান কর্মকাণ্ড নিয়ে । পার্টি যে ক্রমশ আন্দোলন বিমুখ হয়ে পড়ছে, তা নিয়েও সরব হয়েছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য । সেই বিষয়ে ঘুরিয়ে এদিন তাঁকে পালটা জবাব দিয়েছেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক । তাঁর কথায়, "ছাত্র-যুবরা যদি আন্দোলনের মধ্যে না-থাকত তাহলে সুদীপ্ত, মইদুল, বিদ্যুৎ, আনিশের মতো লড়াকু কর্মীদের প্রাণ দিতে হত না । এরা সকলেই কোনও না কোনও লড়াই আন্দোলন এবং প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছেন । এই বিষয়টি নতুন কিছু নয় । বারবার তা সংগঠনের তরফে প্রকাশ্যে বলেছি আমরা (Minakshi Mukherjee criticises Tanmoy Bhattacharya on Party whole timer issue)৷"