পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minakshi Mukherjee: পার্টির হোল টাইমার ইস্যুতে দলীয় নেতাকে কড়া জবাব মীনাক্ষীর - তন্ময় ভট্টাচার্য

আন্দোলন ইস্যুতে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে(Tanmoy Bhattacharya)ঘুরিয়ে জবাব দিলেন দলেরই যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee)। দুর্নীতি মামলায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও(Mamata Banerjee) ।

Minakshi Mukherjee criticises Tanmoy Bhattacharya on Party whole timer issue
Minakshi Mukherjee

By

Published : Jul 16, 2022, 9:46 PM IST

বারাসত, 16 জুলাই:আন্দোলন ইস্যুতে সিপিএমের প্রাক্তন বিধায়ক ও দলের জেলা নেতা তন্ময় ভট্টাচার্যকে ঘুরিয়ে জবাব দিলেন ডিওয়াইএফআই-র রাজ‍্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়(Minakshi Mukherjee)। শনিবার উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে দলের সদস্য সংগ্রহ অভিযানে সামিল হন তিনি । সেখানেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের অভিযোগ প্রসঙ্গে পার্টির যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি মার খেয়েছেন পার্টির ছাত্র-যুবর কর্মীরাই । এক একজনের বিরুদ্ধে একাধিক মামলা চলছে এখনও । মইদুল, আনিশ, বিদ্যুতের মতো কর্মীরা মারা গিয়েছেন ঘরে বসে থেকে নয় । রাস্তায় নেমে আন্দোলন করতে গিয়েই শহিদ হয়েছেন তাঁরা ।"

পার্টির হোল টাইমার ইস্যুতে সম্প্রতি একটি বৈদ্যুতিক চ‍্যানেলে বিস্ফোরক অভিযোগ করেন জেলা সম্পাদক মণ্ডলীর স্থায়ী কমিটি থেকে বাদ পড়া সিপিএমের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য(Tanmoy Bhattacharya) । মূলত তাঁর অভিযোগ ছিল সিপিএম পার্টির বর্তমান কর্মকাণ্ড নিয়ে । পার্টি যে ক্রমশ আন্দোলন বিমুখ হয়ে পড়ছে, তা নিয়েও সরব হয়েছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য । সেই বিষয়ে ঘুরিয়ে এদিন তাঁকে পালটা জবাব দিয়েছেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক । তাঁর কথায়, "ছাত্র-যুবরা যদি আন্দোলনের মধ্যে না-থাকত তাহলে সুদীপ্ত, মইদুল, বিদ্যুৎ, আনিশের মতো লড়াকু কর্মীদের প্রাণ দিতে হত না । এরা সকলেই কোনও না কোনও লড়াই আন্দোলন এবং প্রতিবাদ করতে গিয়ে মারা গিয়েছেন । এই বিষয়টি নতুন কিছু নয় । বারবার তা সংগঠনের তরফে প্রকাশ্যে বলেছি আমরা (Minakshi Mukherjee criticises Tanmoy Bhattacharya on Party whole timer issue)৷"

এদিকে চাকরি সংক্রান্ত দুর্নীতি মামলার ইস্যুতেও এদিন মুখ খুলেছেন মীনাক্ষী মুখোপাধ্যায় । তিনি বলেন, "সরকার চাইছে চাকরি কেনাবেচা হোক । সেই কারণে মেধাবী চাকরি প্রার্থীরাদের দিনের পর দিন রাস্তায় বসে থেকে আন্দোলন করতে হচ্ছে । আর সরকার চাকরি বিক্রি করতে দোকান খুলে বসে রয়েছে । সরকার যদি চাইত সঠিক পদ্ধতি ও নিয়ম মেনে স্থায়ী চাকরি হোক, তাহলে আর অস্থায়ী চাকরি হত না । সরকার যেরকম চেয়েছে সেরকমই হচ্ছে ।" এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) আক্রমণ করে সিপিএমের এই নেত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাঘের পিঠে চেপে বসে রয়েছেন । ওনাকে আমরা শাসকের গদি থেকে টেনে আনাবই । বাঘের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথানত করতেই হবে । আর এই বাঘের ভূমিকা নেবে রাজ্যের ছাত্র-যুবরাই ।"

আরও পড়ুন:অশোক স্তম্ভের উদ্বোধনে কেন পুজো করলেন প্রধানমন্ত্রী, প্রশ্ন সিপিএমের

এদিন বারাসতের বেশ কয়েকটি অঞ্চলে ছাত্র-যুব কর্মীদের সঙ্গে নিয়ে সদস্য সংগ্রহ অভিযানে নামেন মীনাক্ষী মুখোপাধ্যায় ।

ABOUT THE AUTHOR

...view details