পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CPM TMC Clash: ফের তৃণমূলের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত শাসন, আহত 15 বামকর্মী - সিপিএম কর্মীদের উপর হামলার

পতাকা টাঙানোকে ঘিরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত শাসন এলাকা । বাঁশ, লাঠি, রড নিয়ে সিপিএম কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনায় আহত 15 জন বাম কর্মী ৷

Etv Bharat
সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত শাসন

By

Published : Jun 2, 2023, 5:05 PM IST

সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত শাসন

শাসন, 2 জুন: পঞ্চায়েত ভোটের আগে ফের সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শাসন । অভিযোগ, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল ৷ সিপিএমের অভিযোগ, দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় তাদের দলের কর্মীদের উপর । এই ঘটনায় অন্তত 15 জন সিপিএম কর্মী আহত হয়েছেন বলে খবর ।

সিপিএমের অভিযোগ, বাঁশ-লাঠি-রড নিয়ে হামলা চালানো হয়েছে তাদের উপর । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই মূলত এই হামলার অভিযোগ সিপিএমের ৷ তাদের দাবি, ঘটনায় বেশ কয়েকজন কর্মীদের মাথা ফেটে গিয়েছে । অনেকের হাত-পা ভেঙে গিয়েছে বলেও দাবি । রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য সিপিএমের দলীয় কোন্দলকেই দায়ী করেছে শাসক শিবির । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

আগামী 6 জুন বারাসত কাছারি ময়দানে জনসভা রয়েছে সিপিএমের । সেই উপলক্ষ্যে শুক্রবার শাসনের কৃষ্ণমাটি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন সিপিএমের স্থানীয় কর্মীরা । অভিযোগ, সেই সময় 40 থেকে 50 জনের দুষ্কৃতীদের দল আচমকাই হামলা চালায় তাদের উপর ৷ সেই সঙ্গে, বাঁশ, লাঠি, রড নিয়ে সিপিএম কর্মী-সমর্থকদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিয়োগ ৷ পালটা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেধে যায় দু'পক্ষের মধ্যে । এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এর আগেও এই কৃষ্ণমাটি এলাকাতে সিপিএম পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । সেই সময় পার্টি অফিসের চেয়ার, টেবিল-সহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তছনছ করা হয়েছিল গুরুত্বপূর্ণ নথিপত্রও । যা ঘিরে তপ্ত হয়ে ওঠে কৃষ্ণমাটি এলাকা । টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভেও শামিল হয় বাম কর্মীরা ৷ সেই ঘটনার দু'সপ্তাহ কাটতে না কাটতে ফের সেই কৃষ্ণমাটি এলাকা উত্তপ্ত হয়ে উঠল ।

এই বিষয়ে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা দলের বারাসত দুই নম্বর ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমেদ আলি খান বলেন, "শাসন-সহ বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিদিনই তৃণমূলের ঝাণ্ডা ছেড়ে মানুষ সিপিএমের পতাকাতলে সমবেত হচ্ছে । তা দেখেই আতঙ্কিত হয়ে তৃণমূল পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে সিপিএমের কর্মীদের উপর । এই ঘটনাও তার ব্যতিক্রম নয় ৷" তাঁর অভিযোগ, "পুলিশের সামনেই হামলা চালানো হয়েছে । এটাই এখন এই রাজ্যের পরিস্থিতি । তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে গ্রামের মানুষকে সংগঠিত করে আন্দোলনে নামব আমরা । তৃণমূল নেতাদের উস্কানি বরদাস্ত করা হবে না ৷"

আরও পড়ুন:'ভাইপোর কর্মসূচি ব্যর্থ, এবার কাটমানির নবজোয়ার আনছেন পিসি'; তীব্র কটাক্ষ শুভেন্দুর

অন্যদিকে, সিপিএমের অভিযোগ অস্বীকার করে পালটা তাঁদের বিরুদ্ধেই এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ এনেছে তৃণমূল নেতৃত্ব । এই বিষয়ে ব্লক তৃণমূল সভাপতি শম্ভু ঘোষ বলেন, "আদি ও নব‍্য সিপিএমের বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই । তা সত্ত্বেও মিথ্যা অভিযোগ করে প্রচারের আলোয় আসতে চাইছে সিপিএম । মানুষ আগেই ওদের প্রত্যাখ্যান করেছে । তাই ওদের কথার কোনও গুরুত্ব নেই ৷" অন‍্যদিকে, শাসন থানার পুলিশ জানিয়েছে, গণ্ডগোলের ঘটনায় দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । সেই অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details