শাসন, 2 জুন: পঞ্চায়েত ভোটের আগে ফের সিপিএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল শাসন । অভিযোগ, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দল ৷ সিপিএমের অভিযোগ, দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায় তাদের দলের কর্মীদের উপর । এই ঘটনায় অন্তত 15 জন সিপিএম কর্মী আহত হয়েছেন বলে খবর ।
সিপিএমের অভিযোগ, বাঁশ-লাঠি-রড নিয়ে হামলা চালানো হয়েছে তাদের উপর । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই মূলত এই হামলার অভিযোগ সিপিএমের ৷ তাদের দাবি, ঘটনায় বেশ কয়েকজন কর্মীদের মাথা ফেটে গিয়েছে । অনেকের হাত-পা ভেঙে গিয়েছে বলেও দাবি । রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে । প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও বাকিদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে ৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করে ঘটনার জন্য সিপিএমের দলীয় কোন্দলকেই দায়ী করেছে শাসক শিবির । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
আগামী 6 জুন বারাসত কাছারি ময়দানে জনসভা রয়েছে সিপিএমের । সেই উপলক্ষ্যে শুক্রবার শাসনের কৃষ্ণমাটি এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন সিপিএমের স্থানীয় কর্মীরা । অভিযোগ, সেই সময় 40 থেকে 50 জনের দুষ্কৃতীদের দল আচমকাই হামলা চালায় তাদের উপর ৷ সেই সঙ্গে, বাঁশ, লাঠি, রড নিয়ে সিপিএম কর্মী-সমর্থকদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলেও অভিয়োগ ৷ পালটা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ বেধে যায় দু'পক্ষের মধ্যে । এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এর আগেও এই কৃষ্ণমাটি এলাকাতে সিপিএম পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে । সেই সময় পার্টি অফিসের চেয়ার, টেবিল-সহ যাবতীয় আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তছনছ করা হয়েছিল গুরুত্বপূর্ণ নথিপত্রও । যা ঘিরে তপ্ত হয়ে ওঠে কৃষ্ণমাটি এলাকা । টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভেও শামিল হয় বাম কর্মীরা ৷ সেই ঘটনার দু'সপ্তাহ কাটতে না কাটতে ফের সেই কৃষ্ণমাটি এলাকা উত্তপ্ত হয়ে উঠল ।