পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্ক : বারুনি মেলা বন্ধের ঘোষণা মমতাবালা ঠাকুরের - কোরোনা স্টোরিস

"হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ২২ মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশীতে ঠাকুরবাড়িতে মেলা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনা আতঙ্কের জেরে ভক্তদের কথা ভেবে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে শুধুই পুজো হবে । এ বছর আমরা মেলার আয়োজন করছি না।" জানালেন মমতাবালা ঠাকুর ।

matua mela
matua mela

By

Published : Mar 17, 2020, 6:30 PM IST

ঠাকুরনগর, 17 মার্চ : কোরোনা আতঙ্কের জেরে এবার হচ্ছে না বারুনি মেলা । অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর আজ দুপুরে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন ।

কোরোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় ঠাকুরনগরের বারুনি মেলা এবছরের জন্য বন্ধ রাখার দাবিতে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে । অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্পাদক সুখেন্দ্রনাথ গাইন আদালতে মামলা করেন । আজ ঠাকুরনগর সামাজিক নাগরিক সচেতন মঞ্চের তরফে আইনজীবী লিটন মৈত্র এই মামলায় যুক্ত হওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন । লিটন মৈত্রের আর্জি গ্রহণ করে আদালত । বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে জানিয়েছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য । কিন্তু আজ ভক্তদের সঙ্গে বৈঠকের পর মেলা বন্ধের কথা ঘোষণা করেন মমতাবালা ঠাকুর। কোরোনা সংক্রমণ এড়াতে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।

অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা আজ দুপুরে সাংবাদিক বৈঠক করেন । সেখানে তিনি বলেন, "হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে ২২ মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুনি স্নান উপলক্ষ্যে ঠাকুরবাড়িতে মেলা শুরু হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনার জেরে ভক্তদের কথা ভেবে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে শুধুই পুজো অর্চনা করা হবে । এ বছর আমারা মেলার আয়োজন করছি না।"

শান্তনু ঠাকুর নিয়ন্ত্রিত সারা ভারত মতুয়া মহাসংঘের যুগ্ম সংঘাধিপতি সুব্রত ঠাকুর বলেন, "আমরা মেলা আয়োজন করার কেউ নই । এই মেলা ভক্তরাই করেন । ভক্তরা চাইলে মেলা হবে। ভক্তরা ঠাকুরবাড়িতে এলে আমারা নিষেধ করতে পারি না।"

ঠাকুরনগরের মতুয়া মেলায় প্রতি বছর লাখ লাখ ভক্তের জমায়েত হয় । ভিনরাজ্য থেকেও ভক্তরা আসেন । কেন্দ্র ও রাজ্য দুই সরকারই সভাসমিতি ও বড় জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে । তাই এই বছর বারুনি মেলা বন্ধ রাখার দাবিতে ঠাকুরনগরে সই সংগ্রহ হয়েছে । পুলিশ-প্রশাসনের কাছে স্মারকলিপিও জমা পড়েছে। গতরাতে মেলা বন্ধের আবেদন নিয়ে ঠাকুরবাড়িতে যান কয়েকজন।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details