পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madan Mitra Advice: 'ব্যালটে থাকবে শুধু তৃণমূল আর নোটা', পঞ্চায়েত ভোটে কর্মীদের কাস্তে-কোদাল সঙ্গে রাখার পরামর্শ মদনের

পঞ্চায়েত ভোটে (Panchayat Elections) কর্মীদের কাস্তে ও কোদাল সঙ্গে রাখার পরামর্শ (Madan Mitra Advice) দিলেন মদন মিত্র (Madan Mitra)৷ তিনি বিলকান্দায় জানান, পঞ্চায়েত নির্বাচনে ব্যালটে থাকবে শুধু তৃণমূল আর নোটা ৷

Madana Mitra advises activists to keep weapons during Panchayat Elections
পঞ্চায়েত ভোটে কর্মীদের কাস্তে-কোদাল সঙ্গে রাখার পরামর্শ মদনের

By

Published : Dec 5, 2022, 2:56 PM IST

Updated : Dec 5, 2022, 7:32 PM IST

বিলকান্দা, 5 ডিসেম্বর: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Elections) দলীয় কর্মীদের কাস্তে কোদাল সঙ্গে রাখার পরামর্শ দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)৷ তাঁর দাবি, "পঞ্চায়েত নির্বাচনে গোলশূন্য খেলা হবে ৷ তাও প্রথম 5 মিনিটে খেলা শেষ হয়ে যাবে ৷" বিরোধীদের তীব্র কটাক্ষ করে মদন এ দিন বলেছেন, "পঞ্চায়েত নির্বাচনে ব্যালটে শুধু তৃণমূল আর নোটা থাকবে ।"

রবিবার উত্তর 24 পরগনার বিলকান্দা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কৃষকদের হাতে কৃষিকাজের সামগ্রী তুলে দেওয়ার দলীয় কর্মসূচিতে অংশ নেন মদন মিত্র (Madan Mitra Advice)৷ সেখানেই তিনি বলেন, "পঞ্চায়েত নির্বাচনে কাস্তে কোদাল লাগবে । মাটি রক্ষার লড়াইয়ের জন্য এটা দরকার । কারণ বিজেপি হচ্ছে দস্যু ডাকাত ৷ ওদের থেকে নিজেদের জমি বাঁচাতে এটা দরকার । ভোটের দিন সকাল থেকেই জমি চষতে কোদাল আর কাস্তে লাগবে । কারণ ভোট মানে মাটির পবিত্রতা রক্ষা করার শপথ । আমরা বুথের ভেতরে বুথের বাইরে মানুষকে বুঝিয়ে ভোট দিতে নিয়ে যাব । তাই কোদাল কাস্তে ভোটে লাগবেই । ঠিক সময়ে কাস্তেটা ব্যবহার করতে হবে । আগামী দিনে এ রকম ভাবে কাস্তে তুলে ধরব । আর খেলা শুরু হয়ে গেল, শুধু ঠিক সময়ে কাস্তেটা ব্যবহার করতে হবে । শান্তি রক্ষার জন্য লাঠি তুলে নেওয়া যেতেই পারে ।"

এ দিন তিনি বিরোধীদের ভোটের সময় চুপ থাকার কথা বলেছেন । পঞ্চায়েত ভোটের আগে বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার প্রসঙ্গে মদন মিত্র বলেন, "উদ্ধার হওয়া বোমাগুলি আসলে কার সেটা বের করতে হবে । ওরা বোমা ছড়িয়ে রাখবে । কিন্তু আসল বোমা ভোটাররা ফাটাবেন ।"

আরও পড়ুন:তৃণমূল কর্মীদের অস্ত্র প্রশিক্ষণ দিতে চান মদন !

পঞ্চায়েত ভোটের খেলা শুরু হয়ে গিয়েছে বলে জানান কামারহাটির বিধায়ত ৷ তিনি বলেন, "আমরা খেলা শুরু করে দিয়েছি । আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বল এনে দিয়েছি । কারণ পঞ্চায়েত নির্বাচনে খেলা শুরু হয়ে গিয়েছে । গোলশূন্য খেলা হবে ৷ তাও প্রথম 5 মিনিটে খেলা শেষ হয়ে যাবে । তাই সবার হয়ে কোদাল কাস্তে তুলে দিলাম ।"

পঞ্চায়েত ভোটে কর্মীদের কাস্তে-কোদাল সঙ্গে রাখার পরামর্শ মদনের

বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, "আগামী নির্বাচন হবে না, কারণ বিরোধীরা সব জায়গায় প্রার্থী দিতে পারবে না । বিজেপি তো আমার কাছে প্রার্থী খুঁজে দিতে বলছে । তাহলে নির্বাচন হবে কী করে ৷ আর নির্বাচন না হলে দখল করার প্রয়োজন নেই ।"

Last Updated : Dec 5, 2022, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details