গাইঘাটা, 8 এপ্রিল : লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন ভারত-বাংলাদেশ সীমান্তের সুটিয়ার মানুষজন । ইতিমধ্যেই রুটিরুজি হারিয়েছেন অনেকে । স্থানীয়দের দাবি, সরকারি রেশন ব্যবস্থা চালু থাকলেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। ফলে অনাহারে বা অর্ধাহারে দিন কাটাচ্ছেন তাঁরা। এই পরিস্থিতিতে সুটিয়াবাসীর পাশে দাঁড়াল পুলিশকর্মীরা ।
বনগাঁর সার্কেল ইনস্পেক্টর দেবাশিস পাহাড়ি, গাইঘাটার OC লিটন রক্ষিত ও সুটিয়া তদন্ত কেন্দ্র আধিকারিক বলাই ঘোষ সুটিয়া এলাকার 200 পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও মাস্ক তুলে দেন। খাদ্য সামগ্রী বা মাস্ক দেওয়ার সময় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাস্তার উপরে চুন দিয়ে গোল দাগ কেটে দেওয়া হয়। পাশাপাশি পুলিশের তরফে আশ্বাস, যতদিন লকডাউন চলবে, ততদিন গ্রামের মানুষের খাবারের যেন কোনও অসুবিধা না হয় সে বিষয়টি খতিয়ে দেখা হবে ।