পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Juggler Saroj Biswas: ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খেতাব জয় জাগলার সরোজের, এবার লক্ষ্য গিনেস বুকে নাম লেখানো - juggling

নেশা ফুটবল জাগলিং ! অনায়াসেই ফুটবল নিয়ে যে কোনও প্রান্তে বিচরণ করতে পারেন । ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম ওঠার পর এবার বারাসতের যুবকের লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের কৃতিত্ব অর্জন করা ।

Barasat Juggler Saroj Biswas
জাগলার সরোজ বিশ্বাস

By

Published : Jun 5, 2023, 11:05 PM IST

Updated : Jun 6, 2023, 7:07 AM IST

ফুটবল যেন তাঁর হয়ে কথা বলে

বারাসত, 5 জুন: ফুটবল যেন তাঁর হয়ে কথা বলে ! অনায়াসেই ফুটবল নিয়ে যে কোনও প্রান্তে বিচরণ করতে পারেন তিনি । তা মাথায় হোক কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে । হেলিয়ে দুলিয়ে ফুটবল নিয়ে নানা ভঙ্গিমায় কেরামতি দেখানো তাঁর কাছে বা-হাতের খেল ! তিনি একজন ফুটবল জাগলার । নাম সরোজ বিশ্বাস ।

পড়াশোনার সঙ্গে এটাই এখন ধ‍্যান জ্ঞান হয়ে দাঁড়িয়েছে সরোজের কাছে । ইতিমধ্যে তাঁর ঝুলিতে রয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের কৃতিত্ব । সেই কৃতিত্ব অর্জনের পর এবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে বিশ্ব দরবারে দেশের সুনাম বাড়াতে চান তিনি । সেই লক্ষ্যে নিরলস পরিশ্রম করে চলেছেন। শুধু কি তাই ! সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর এই ফুটবল জাগলিং কাজে লাগিয়ে সুস্থ সমাজও গড়ে তুলতে বদ্ধপরিকর সরোজ ।

বারাসত পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে ভাড়া বাড়িতে থাকেন বছর 30-র এই যুবক । আদি বাড়ি উত্তর 24 পরগনার স্বরূপনগরের সীমান্তবর্তী গ্রাম গোয়াল বাথানে । বাবার পেশাগত কারণের জন‍্যই সপরিবারে তাঁদের চলে আসতে হয়েছে বারাসতে । যদিও বাবা সাগর বিশ্বাস চাকরি থেকে অবসর নিয়েছেন বছর কয়েক আগে । এখন অবসর সময়ে বড় ছেলে সরোজের ফুটবল জাগলিংয়ে সহযোগিতা করে থাকেন তিনি । মা গৃহবধূ । দম্পতির দুই ছেলে । ছোট ছেলে সন্দীপ বেঙ্গালুরুর একটি বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক । বড় ছেলে সরোজ অবশ্য পিএইচডি করার পর বর্তমানে পোস্ট ডক্টোরাল রিসার্চ করছেন আমেরিকায় । পাশাপাশি ফুটবল নিয়ে চলে জাগলিং'ও। যা কার্যত এখন নেশায় পরিণত হয়েছে তাঁর ।

ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের খেতাব অর্জন সরোজের

পড়াশোনার ফাঁকে নিয়ম করে ফুটবল জাগলিং নিয়ে অনুশীলন চলে সরোজের । তখন ব‍্যস্ততার যেন অন্ত থাকে না । নাওয়া খাওয়া ভুলে অনুশীলনেই মগ্ন থাকতে হয় তাঁকে । সেই পরিশ্রমের সুফলও পেয়েছেন । ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ইতিমধ্যে তাঁর ফুটবল জাগলিংয়ের সুনাম বাড়িয়েছেন সরোজ‌ । 2020 সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে পাওয়া মানপত্র, মেডেল, শংসাপত্র-সহ আনুষাঙ্গিক যাবতীয় জিনিস এখনও জ্বলজ্বল করছে সরোজের ঘরে । অনুশীলনে যাওয়ার আগে সেগুলো নিয়ে মাঝেমধ্যেই নাড়াচাড়া করে থাকেন এই যুবক । যা বাড়তি অক্সিজেন জোগায় তাঁকে ।

এই বিষয়ে সরোজ বলেন, "পড়াশোনা তো চলছেই । তার সঙ্গে সমানতালে ফুটবল নিয়ে জাগলিং চালিয়ে যেতে চাই । আমার লক্ষ্য আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে ফুটবল জাগলিং নিয়ে সুনাম বাড়ানো । সেই সঙ্গে এর মধ্য দিয়ে জেল খাটা আসামি এবং নেশাগ্রস্ত যুবকদের সমাজের মূল স্রোতে ফেরানোও উদ্দেশ্য রয়েছে । যাতে সুস্থ সমাজ গড়ে তোলা যায় । ইতিমধ্যে সেই লক্ষ্যে কাজও শুরু করেছি ৷"

এদিকে, ছেলের এহেন কর্মকাণ্ডে গর্বিত বাবা সাগর বিশ্বাস । তিনি বলেন, "প্রত্যেক বাবা-মা চাই ছেলে বড় হয়ে পরিবারের সুনাম বাড়াক । দেশের একজনের হোক । ওর এই ফুটবল জাগলিংয়ে বরাবর আমরা পাশে থেকে সহযোগিতা করে এসেছি । বাকিটা তো ছেলের কৃতিত্ব । একসময় ওর জেঠু এ নিয়ে ওকে ভুল বুঝেছিল । পরবর্তী সময়ে বিভিন্ন টিভির শোয়ে ওকে যখন দেখল, তখন ওর জেঠুর ধারণা বদলে গেল । আমরা চাই ছেলে আরও এগিয়ে যাক । দেশের নাম উজ্জ্বল করুক ৷"

আরও পড়ুন:জাগলিংয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের 3টি খেতাব জয় জাগলার দীপক রায়ের

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে স্থানীয় তৃণমূলের চিকিৎসক কাউন্সিলর সুমিত সাহা বলেন, "সরোজের এই ভাবনাকে আমরা কুর্নিশ জানাই । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ক্রীড়া এবং সংস্কৃতিপ্রেমী মানুষদের উদ্ধুদ্ধ করে থাকে । তাঁরা যাতে সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন সেই চেষ্টা চালিয়ে চান মুখ্যমন্ত্রী । আমরা তাঁর সৈনিক । তাই, ওই যুবকের কোনও সহযোগিতার প্রয়োজন হলে আমরা সবরকমভাবে পাশে থাকব ।"

Last Updated : Jun 6, 2023, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details