বারাসত, 14 অগাস্ট : সন্দেহজনক কোরোনা রোগীদের চিকিৎসার জন্য 50 বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি হল বারাসত জেলা হাসপাতালে ৷ শুক্রবার থেকেই তা চালু হয়েছে ৷ মূলত জ্বরে আক্রান্ত যে সব রোগী হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে আসছেন, তাঁদের মধ্যে যদি কারও উপসর্গ দেখে চিকিৎসকের সন্দেহ হয় সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হবে ৷
রোগীর সোয়াব পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ এলে তখন তাঁকে স্থানান্তরিত করা হবে কোরোনা হাসপাতালে ৷ স্থানীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সাংসদ তহবিলের টাকা দিয়েই সেজে উঠেছে আইসোলেশন ওয়ার্ড ৷ সেখানে চিকিৎসার যাবতীয় ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷
অভিযোগ, সন্দেহজনক কোরোনা রোগীদের মাঝেমধ্যেই হয়রানির মুখে পড়তে হয় ৷ কখনও তাঁদের হেনস্থার অভিযোগ উঠেছে ৷ আবার কখনও সোয়াব পরীক্ষা হলেও তাঁর রিপোর্ট সঠিক সময়ে মেলে না বলে অভিযোগ ৷ যা ঘটেছিল দত্তপুকুরের বামনগাছির মৃত প্রৌঢ়ের ক্ষেত্রে ৷ অভিযোগ ন'দিন আগে জ্বরে আক্রান্ত ওই প্রৌঢ়ের ছোটো জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে সোয়াবের নমুনা পরীক্ষা হলেও রিপোর্ট মেলে মৃত্যুর পর ৷ এরপর অ্যাম্বুলেন্স না মেলায় পথেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের ৷
মৃতের স্ত্রী স্থানীয় আশা কর্মীদের বিরুদ্ধে ক্ষোভও উগরে দিয়েছিলেন ৷ এই ঘটনায় সমালোচনার ঝড় উঠেছিল বিভিন্ন মহল থেকে ৷ সেই ঘটনায় শিক্ষা নিয়ে এবার সন্দেহজনক কোরোনা রোগীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল বারাসত জেলা হাসপাতাল ৷ হাসপাতালের পুরানো বিল্ডিংয়ে সন্দেহজনক রোগীদের চিকিৎসার জন্য গড়ে উঠেছে আইসোলেশন ওয়ার্ড ৷ 50 বেডের এই আইসোলেশন ওয়ার্ডে 25টি বেড রয়েছে পুরুষদের জন্য ৷ বাকি 25টি মহিলাদের ৷ পৃথক এই আইসোলেশন ওয়ার্ডের প্রতিটিতে পাঁচটি করে মোট 10টি ভেন্টিলেটর মেশিন রাখা হয়েছে ৷ এছাড়া বাইপাপ, ডায়ালিসিস, নেবুলাইজ়ার মেশিন, পালস অক্সিমিটার মেশিন সহ অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে ৷
বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল বলেন, ‘‘সাংসদ তহবিলের 1 কোটি 12 লাখ টাকা ব্যয়ে আইসোলেশন ওয়ার্ড সাজিয়ে তোলা হয়েছে ৷ রোগীদের সুচিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে ৷ শুক্রবারই কোরোনা সন্দেহে 15 জন রোগীকে ভরতি করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে ৷’’
উত্তর ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আগে সন্দেহজনক রোগীদের ব্যারাকপুর কিংবা অন্য কোনও কোরোনা হাসপাতালে নিয়ে যেতে হত চিকিৎসার জন্য ৷ এখন থেকে সেই সুবিধা মিলবে বারাসত জেলা হাসপাতালে ৷ ’’