ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশকে ধাক্কা মেরে পালাল আসামি ! - police

গতকাল দুই আসামিকে ডাক্তারি পরীক্ষার জন্য দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িতে ছিলেন এয়ারপোর্ট থানার পুলিশকর্মীরা । শারীরিক পরীক্ষার পর গাড়িতে তোলার সময় দু'জনই পুলিশকর্মীদের ধাক্কা দিয়ে জেসপের দিকে পালায় । পুলিশ পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি । খবর যায় এয়ারপোর্ট ও দমদম থানায় । দুই থানার পুলিশ যৌথ তল্লাশি শুরু করে । এখনও আসামিদের খোঁজ মেলেনি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 21, 2019, 5:11 AM IST

বিধাননগর, 21 জুলাই : পুলিশকে ধাক্কা মেরে পালাল দুই আসামি । নাম চঞ্চল সিং ও নয়ন মণ্ডল । ডাকাতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছিল । ঘটনাটি দমদম থানা এলাকার । দু'জনের খোঁজে চলছে তল্লাশি ।

এলাকায় একটি ডাকাতির ঘটনায় 17 জুলাই চঞ্চল ও নয়নকে বিমানবন্দর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেন বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা । পরদিন ব্যারাকপুর আদালতে তোলা হয় । ধৃতদের নিজেদের হেপাজতে রেখে জেরার আবেদন জানায় পুলিশ । চারদিনের পুলিশি হেপাজত মঞ্জুরও হয় ।

গতকাল দুই আসামিকে ডাক্তারি পরীক্ষার জন্য দমদম পৌরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িতে ছিলেন এয়ারপোর্ট থানার পুলিশকর্মীরা । শারীরিক পরীক্ষার পর গাড়িতে তোলার সময় দু'জনই পুলিশকর্মীদের ধাক্কা দিয়ে জেসপের দিকে পালায় । পুলিশ পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি । খবর যায় এয়ারপোর্ট ও দমদম থানায় । দুই থানার পুলিশ যৌথ তল্লাশি শুরু করে । যদিও আসামিদের খোঁজ মেলেনি ।

এর আগে গত বছর NSCBI এয়ারপোর্ট থানা থেকে 3 মহিলা বন্দী পালিয়ে যায় । তারা নারীপাচারের সঙ্গে যুক্ত ছিল । বারবার আসামি পালানোর ঘটনা ঘটলেও পুলিশ কেন সজাগ নয় ? উঠছে প্রশ্ন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details