পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাকলির উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানস্থল মুড়ল তৃণমূলের পতাকায়! বিতর্ক দানা বাঁধতেই ব‍্যাখা সাংসদের - TMC Flag

TMC MP Kakoli Ghosh Dastidar: সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতিতে সরকারি অনুষ্ঠানস্থল মুড়ল তৃণমূলের পতাকায় ৷ এমনই অভিযোগ উঠেছে দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সারাবেড়িয়া এলাকায় পানীয় জলের পাইপলাইন বসানোর ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 9, 2023, 5:59 PM IST

দত্তপুকুরে সরকারি অনুষ্ঠানে তৃণমূলের পতাকা ঘিরে বিতর্ক

দত্তপুকুর, 9 ডিসেম্বর: ছিল সরকারি অনুষ্ঠান ৷ অথচ অনুষ্ঠানস্থলের আশেপাশে মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের পতাকায়! এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ ঘটনাটি দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের সারাবেড়িয়া এলাকার ৷ শনিবার আর্সেনিক মুক্ত ভূগর্ভস্থ পরিশ্রুত পানীয় জলের পাইপ লাইনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ ছিলেন বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি এবং স্থানীয় বিডিও রাজীব দত্ত চৌধুরী-সহ শাসকদলের একাধিক জনপ্রতিনিধি ৷ অর্থাৎ, অনুষ্ঠানটি পুরোদস্তুর সরকারি ৷ অভিযোগ সেই অনুষ্ঠানের চারদিকে উড়ছে তৃণমূলের পতাকা ৷

আর এ নিয়েই রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে ৷ প্রশ্ন উঠছে, সরকারি অনুষ্ঠানে কীভাবে তৃণমূলের পতাকা থাকতে পারে ? এ নিয়ে বিরোধী শিবিরও সুর চড়াতে শুরু করেছে ৷ সরকার এবং তৃণমূল দলের মধ্যে যে কোনও তফাৎ নেই, তা এই ঘটনা থেকেই স্পষ্ট বলে সরব হয়েছে গেরুয়া শিবির ৷ তবে, বিতর্ক দানা বাঁধতেই পালটা ব‍্যাট ধরেছেন তৃণমূলের চিকিৎসক সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ তাঁর দাবি, যেটা হয়েছে সেটা না হলেও ভালো হত ৷ কিছু অতি উৎসাহী দলীয় সমর্থক এই কাজ করে ফেলেছে ৷ যদিও তাতে বিতর্ক থামছে না ৷ কারণ, বিতর্কের পরেও তৃণমূলের পতাকাগুলি খুলে নেওয়ার ব‍্যাপারে কোনও উচ্চবাচ্য করেননি ৷ নির্দেশও দেননি দলের কর্মী-সমর্থকদের ৷

এদিকে সরকারি অনুষ্ঠানে কাকলি ঘনিষ্ঠ তৃণমূলের একাধিক জনপ্রতিনিধিকে দেখা গেলেও সেই অনুষ্ঠান মঞ্চে কিন্তু দেখা মেলেনি কাকলির বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত আসাদুজ্জামানকে ৷ যিনি আবার জেলা পরিষদে তৃণমূলের দলনেতা পদে রয়েছেন বর্তমানে ৷ এর আগেও তৃণমূল সাংসদের উদ্যোগে হওয়া বিভিন্ন কর্মসূচিতে গরহাজির ছিলেন তৃণমূলের এই নেতা ৷ যে ঘটনাকে ঘিরেও বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ৷ প্রকাশ্যে চলে এসেছে শাসকদলের অভ্যন্তরীণ কোন্দলও ৷ তবে, তা মানতে নারাজ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ তাঁর কথায়, "ওঁর (আসাদুজ্জামান) মেয়ের বিয়ে ৷ সেই কারণে আজ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি ৷ এর মধ্যে অন্য কোনও বিষয় নেই ৷"

তবে, সরকারি অনুষ্ঠানের মঞ্চে তৃণমূলের পতাকা দিয়ে মুড়ে দেওয়ার ঘটনায় শাসকদলকে নিশানা করেছে গেরুয়া শিবির ৷ বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র বলেন, "তৃণমূল দল এবং সরকারের মধ্যে কোনও ভেদাভেদ নেই ৷ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ৷ শুধু কাকলি ঘোষ দস্তিদার কেন ৷ ওনার দলের নেত্রী তথা এই রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠানেও তো আমরা তৃণমূলের ঝান্ডা লক্ষ্য করেছি ৷ সরকারি অনুষ্ঠানস্থলের আশপাশে যে রাজনৈতিক দলের ঝান্ডা লাগানো যায় না, সেটা শাসকদলের নেতা-কর্মীরা ভুলে গিয়েছেন ৷"

আরও পড়ুন:

  1. সামনে এলইডি স্ক্রিনে দলীয় কর্মীরা, ভার্চুয়ালে মিছিল-পথসভা পরিচালনা করছেন বাঁকুড়া তৃণমূলের জেলা সভাপতি
  2. স্বাস্থ্যকর্মীকে হেনস্তা, সবক শেখাতে যুবককে কান ধরে ওঠবস করিয়ে বিতর্কে বিধায়ক; নিন্দা বিজেপির
  3. কল্যাণীতে রাজ্যপালকে কালো কাপড় দেখিয়ে গো ব্যাক স্লোগান তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details