পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমাকে খুন করা হতে পারে", প্রধানমন্ত্রীকে চিঠি BJP নেতার - বনগাঁ পৌরসভা

বনগাঁ পৌরসভা তৃণমূলের হাতছাড়া হতেই এলাকায় সংঘাত শুরু হয় । BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডলের সমর্থকদের সঙ্গে বনগাঁর পৌরপ্রধান শংকর আঢ্যর সমর্থকদের সংঘর্ষ হয়েছে একাধিকবার ৷ BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতির আশঙ্কা, তাঁকে খুন করা হতে পারে ৷ এই মর্মে দেবদাসবাবু প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে তাঁর আশঙ্কার কথাও জানিয়েছেন ।

BJP
দেবদাস মণ্ডল

By

Published : Dec 9, 2019, 9:07 PM IST

বারাসত, 9 ডিসেম্বর : তাঁকে খুন করা হতে পারে । সোমবার সন্ধ্যায় জেলার দলীয় কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠকে এমনই আশঙ্কার কথা শোনালেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল । এই নিয়ে তিনি প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে তাঁর আশঙ্কার কথাও জানিয়েছেন ।

লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনার পাঁচটি আসনের মধ্যে বনগাঁ ও ব্যারাকপুর কেন্দ্রে জয়লাভ করে BJP ৷ লোকসভা নির্বাচনের পর বনগাঁ পৌরসভার কাউন্সিলররা দেবদাসের হাত ধরে BJP-তে যোগদান করেন । শুধু কাউন্সিলররাই নয়, খোদ বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসও তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । বনগাঁ পৌরসভা তৃণমূলের হাতছাড়া হতেই এলাকায় সংঘাত শুরু হয় । দেবদাসবাবুর সমর্থকদের সঙ্গে বনগাঁর পৌরপ্রধান শংকর আঢ্যর সমর্থকদের সংঘর্ষ বাধে । বনগাঁ পৌরসভার আস্থা ভোটের দিন তৃণমূল-BJP তুমুল সংঘর্ষ হয় । বোমাবাজিও হয় এলাকায় । ঘটনায় দেবদাসবাবু সহ BJP কর্মীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ । তারপর বিগত কয়েকমাসে পুলিশ দেবদাসের বিরুদ্ধে বেশ কয়েকটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন দেবদাস মণ্ডল

BJP এই নেতা বলেন, "সব পুলিশ খারাপ নয় । আমি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র থেকে খবর পেয়েছি, আমাকে রাস্তায় ঘিরে ধরে আমার গাড়িতে গাঁজা ভরে দেওয়া হবে । তারপর আমাকে মাদক আইনে গ্রেপ্তার করা হবে । আরও খবর পেয়েছি, আমাকে খুন করা হবে । আমাকে না সরাতে না পারলে বনগাঁয় তৃণমূল সংগঠন ধরে রাখতে পারছে না । আমি ভীষণ আতঙ্কিত । আমি আমার আশঙ্কার কথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজ্যপাল, রাজ্যের মুখ্যসচিব ও বনগাঁর পুলিশ সুপারকে জানিয়েছি ।"

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন BJP-র মহিলা মোর্চার নেত্রী তথা সুপ্রিম কোর্টের আইনজীবী নাজিরা ইলাহি খান থেকে শুরু করে দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চ্যাটার্জি ও বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাস সহ একাধিক BJP নেতৃত্ব ।

ABOUT THE AUTHOR

...view details