বারাসত, 9 ডিসেম্বর : তাঁকে খুন করা হতে পারে । সোমবার সন্ধ্যায় জেলার দলীয় কার্যালয়ে বসে সাংবাদিক বৈঠকে এমনই আশঙ্কার কথা শোনালেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল । এই নিয়ে তিনি প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও রাজ্যের মুখ্যসচিবকে লিখিতভাবে তাঁর আশঙ্কার কথাও জানিয়েছেন ।
লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনার পাঁচটি আসনের মধ্যে বনগাঁ ও ব্যারাকপুর কেন্দ্রে জয়লাভ করে BJP ৷ লোকসভা নির্বাচনের পর বনগাঁ পৌরসভার কাউন্সিলররা দেবদাসের হাত ধরে BJP-তে যোগদান করেন । শুধু কাউন্সিলররাই নয়, খোদ বনগাঁ উত্তরের বিধায়ক বিশ্বজিৎ দাসও তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন । বনগাঁ পৌরসভা তৃণমূলের হাতছাড়া হতেই এলাকায় সংঘাত শুরু হয় । দেবদাসবাবুর সমর্থকদের সঙ্গে বনগাঁর পৌরপ্রধান শংকর আঢ্যর সমর্থকদের সংঘর্ষ বাধে । বনগাঁ পৌরসভার আস্থা ভোটের দিন তৃণমূল-BJP তুমুল সংঘর্ষ হয় । বোমাবাজিও হয় এলাকায় । ঘটনায় দেবদাসবাবু সহ BJP কর্মীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ । তারপর বিগত কয়েকমাসে পুলিশ দেবদাসের বিরুদ্ধে বেশ কয়েকটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ।