পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারায়ণপুরে উদ্ধার বোমা, পিস্তল; গ্রেপ্তার 5 - অস্ত্র উদ্ধার

আবার নারায়ণপুরে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও বোমা। ঘটনায় 5জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অস্ত্র উদ্ধার

By

Published : Apr 14, 2019, 11:23 PM IST

Updated : Apr 14, 2019, 11:31 PM IST

বিধাননগর, 14 এপ্রিল : ভোটের মুখে ফের নারায়ণপুরে উদ্ধার হল অস্ত্র। আজ সন্ধ্যায় নারায়ণপুর থানার অন্তর্গত জগারডাঙায় একটি সাদা চারচাকা গাড়ি থেকে উদ্ধার হয় 8টি বোমা, 5টি দেশি পিস্তল ও বেশ কয়েকটি কার্তুজ। এই ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে।

জগারডাঙায় ওই গাড়িটিকে নাকা চেকিং-এর সময় আটক করা হয়েছিল। গাড়িটির নম্বর WB০২E২৬৩২। কিন্তু ওই চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। গাড়িতে 5 জন ছিল। তাদেরও গ্রেপ্তার করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের রাত পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। অনুমান ভোটে ব্যবহারের জন্য ওই আগ্নেয়াস্ত্র ও বোমা কোথাও পৌঁছানো হচ্ছিল। তবে নারায়ণপুরে অস্ত্র কারখানার মূল পান্ডা মুন্নার সঙ্গে এদের কোনও যোগাযোগ ছিল কি না তা অবশ্য খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, চলতি মাসের 4 তারিখ রাজারহাটে অস্ত্র কারখানার হদিশ পেয়েছিল STF। গাতি এলাকায় দু'টি ও দোননগরে একটি অস্ত্র কারখানা থেকে প্রচুর পরিমাণে পিস্তল ও সেইসঙ্গে পিস্তল তৈরিতে ব্যবহৃত মেশিন বাজেয়াপ্ত করেছিল STF। এরপর থেকে নারায়ণপুর এলাকায় আরও সক্রিয় হয় পুলিশ।

Last Updated : Apr 14, 2019, 11:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details