পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Deganga Soil Smuggling : দেগঙ্গায় দিনের আলোয় পুকুর চুরি, গ্রেফতার 4 মাটি মাফিয়া - দেগঙ্গায় মাটি মাফিয়া

পুকুর থেকে মাটি কাটার কাজ চলছিল ৷ হঠাৎ সেখানে অভিযান চালায় পুলিশ ৷ উপযুক্ত কাগজপত্র না থাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চারজন মাটি মাফিয়াকে গ্রেফতার করে পুলিশ (Deganga Soil Smuggling) ৷

Smuggling of Soil in Deganga
দেগঙ্গায় মাটি মাফিয়ার দৌরাত্ম্য

By

Published : Jun 14, 2022, 12:58 PM IST

দেগঙ্গা, 14 জুন : মাটি মাফিয়াদের দৌরাত্ম্য ঠেকাতে এবার তৎপর হল দেগঙ্গা থানার পুলিশ (Deganga Soil Cutting) । সোমবার দুপুরে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েতের বড়গাছিয়া এলাকায় মাটি মাফিয়ারা পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার কাজ করছে । খবর পেয়ে পুলিশের একটি দল হানা দেয় সেখানে ।

উপযুক্ত নথিপত্র ছাড়া পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে দু'টি মাটির ট্রলি-সহ চারজনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে । সোমবার দুপুরে তাদের দেগঙ্গা থানায় নিয়ে আসে এবং পরে ওই চার মাটি মাফিয়াকে গ্রেফতার করে পুলিশ (Four arrested on soil smuggling in Deganga North 24 Parganas) ।

পুলিশের অনুমান, পুকুর থেকে মাটি কেটে তা পাচারের পরিকল্পনা ছিল মাটি মাফিয়াদের । তার আগে পুলিশ সেই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে । ধৃতদের জেরা করে এই চক্রের পিছনে আর কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ ।

আরও পড়ুন :জাল দলিল চক্রের পর্দাফাঁস দেগঙ্গায়, গ্রেফতার 1

প্রকাশ্য দিবালোক হোক কিংবা রাতের অন্ধকার, দেগঙ্গায় মাটি মাফিয়াদের দৌরাত্ম্য দিনদিন বেড়েই চলেছে । প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর অথবা চাষের জমি থেকে মাটি কেটে তা পাচার করছেন মাটি মাফিয়ারা । মাটি বোঝাই ট্রলি যাতায়াতের ফলে গ্রামের রাস্তার অবস্থাও ক্রমশ বেহাল হয়ে পড়ছিল । এতে বাড়ছে দুর্ঘটনা ।

অতিষ্ঠ দেগঙ্গাবাসী এর বিরুদ্ধে পথে নেমে একসময় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে । অভিযোগ, তারপরও মাটি মাফিয়াদের কাজকর্ম বহাল তবিয়তে চলছিল । এই বিষয়ে দেগঙ্গা থানার পুলিশ জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া কাউকেই মাটি কাটার অনুমতি দেওয়া হবে না । অবৈধভাবে কাটার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details