কলকাতা, 14 জুন:ভয়াবহ আগুন কলকাতা বিমান বন্দরে । মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিমান বন্দরের একাংশ । প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লেগেছে সিকিউরিটি চেকিং লাউঞ্জের একাংশে । বুধবার রাত ন'টা নাগাদ আগুন লাগে সিকিউরিটি চেকিংয়ের জায়গায় । দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে । তবে বিমান বন্দরের মতো জায়গায় আগুন লাগার জেরে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্ত্বরে । একই সঙ্গে, চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে । এদিন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ইটিভি ভারত-কে বলেন, "এসি-র তার থেকে আগুন লেগেছিল । আমাদের দমকলের কর্মীরা তৎপরতার সঙ্গে কাজ করেছে ।"
জানা গিয়েছে, এদিন রাত ন'টা কুড়ি মিনিট নাগাদ আচমকা ধোঁয়া বেরোতে দেখা যায় সিকিউরিটি লাউঞ্জের পাশ থেকে । মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে । এরপরই ভয়াবহ আগুনের শিখা দেখা যায় লাউঞ্জের পাশ থেকে । ঘটনার পরই প্রাথমিকভাবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ-এর কর্মীরা আগুন নেভাতে তৎপর হয় । কিন্তু লেলিহান শিখা ক্রমে বাড়তে থাকায় শেষ পর্যন্ত দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । জানা গিয়েছে, এখনও পর্যন্ত দমকলের আটটি ইঞ্জিন এসে আগুন নেভাতে উদ্যত হয়।
বিমানবন্দর সূত্রে খবর, গেট নম্বর 3-সি'র কাছে প্রথমে আগুন দেখতে পাওয়া যায় ৷ তার পর যা ক্রমশ ছড়িয়ে পড়ে ৷ ঘটনার পরই বিমানবন্দরের সেন্ট্রাল এসি বন্ধ করে দেওয়া হয়েছে । একই সঙ্গে যাত্রী নিরাপত্তার কথা ভেবে বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি গেট । ঘটনাস্থলে পৌঁছেছেন বিধাননগরের পুলিশ কমিশনারও । মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে যাবতীয় সিকিউরিটি চেকিং ব্যবস্থা । ঘটনার জেরে ব্যহত হয় বিমান পরিষেবা ৷