পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নৈহাটিতে মালগাড়ি কন্ট্রোল টাওয়ারে আগুন, পুড়ে ছাই জরুরি নথি - Fire at Naihati Rail Yard

নৈহাটিতে মালগাড়ি ইনফরমেশন ও কন্ট্রোল টাওয়ারে আগুন ৷ আগুন নিভলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর ।

আগুন নেভানোর কাজ
নৈহাটি

By

Published : Jan 3, 2020, 1:09 PM IST


নৈহাটি , 3 জানুয়ারি : আগুনে ভস্মীভূত হয়ে গেল নৈহাটি কাঠপুল রেল ইয়ার্ড'-এর গুডস ক্যারেজ ইনফরমেশন সিস্টেম টাওয়ার। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভালেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর ।

দমকল কর্মীদের 1 ঘণ্টার চেষ্টায় নেভে আগুন ৷


রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগুন লাগার ফলে বিঘ্নিত হতে পারে ওয়াগনে মাল পরিবহনের তথ্য আদানপ্রদান সংক্রান্ত বার্তা । সারা ভারতে মালগাড়ি চলাচল এবং মাল পরিবহনের তথ্য পাঠানো হয় নৈহাটি ডিভিশনের এই টাওয়ার মাধ্যমেই। আগুনে পুড়ে যায় এই ইনফরমেশন টাওয়ারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ এবং কম্পিউটার এছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সে ব্যাপারে মুখ খুলতে নারাজ রেল কর্তৃপক্ষ।

দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details