পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গম পাচার চক্রে জড়িত সন্দেহে হাবরায় ব্যবসায়ীকে গ্রেপ্তার ইবি'র - wheat smuggling

2020 সালে অক্টোবর মাসের শেষ সপ্তাহে বসিরহাট গোঁজা ডাঙা সীমান্ত থেকে গম বোঝাই 175 টি লরি আটক করে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান ছিল আটক হওয়া গম বাংলাদেশের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । পরবর্তীতে গম পাচার চক্রের তদন্তভার যায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে ।

গম পাচার চক্রে  ব্যবসায়ীকে গ্রেপ্তার ইবির
গম পাচার চক্রে ব্যবসায়ীকে গ্রেপ্তার ইবির

By

Published : May 29, 2021, 9:41 AM IST

হাবরা, 29 মে : গম পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হাবরার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) । ধৃত ব্যবসায়ীর নাম নিরঞ্জন সাহা ৷ বছর আটষট্টির ওই ব্যবসায়ী হাবরার জয়গাছির বাসিন্দা । গতকাল সন্ধ্যাবেলা তাঁকে গ্রেফতার করে ইবি ।

সূত্রের খবর, 2020 সালে অক্টোবর মাসের শেষ সপ্তাহে বসিরহাট গোঁজা ডাঙা সীমান্ত থেকে গম বোঝাই 175 টি লরি আটক করে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান ছিল আটক হওয়া গম বাংলাদেশের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । পরবর্তীতে গম পাচার চক্রের তদন্তভার যায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে । তদন্তে ব্যবসায়ী নিরঞ্জন সাহার নাম উঠে আসে ।

আরও পড়ুন...তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ, আটক বেশ কয়েকজন

গতকাল জয়গাছিতে নিরঞ্জন সাহার বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করে ইবি । শনিবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে । তদন্তকারী অফিসারদের অনুমান এই পাচার চক্রের সঙ্গে হাবরার আরো কয়েকজন ব্যবসায়ী জড়িত রয়েছেন । যদিও নিরঞ্জন সাহার দাবি, তাঁকে কোনও নোটিস ছাড়াই অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details