হাবরা, 29 মে : গম পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে হাবরার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি) । ধৃত ব্যবসায়ীর নাম নিরঞ্জন সাহা ৷ বছর আটষট্টির ওই ব্যবসায়ী হাবরার জয়গাছির বাসিন্দা । গতকাল সন্ধ্যাবেলা তাঁকে গ্রেফতার করে ইবি ।
সূত্রের খবর, 2020 সালে অক্টোবর মাসের শেষ সপ্তাহে বসিরহাট গোঁজা ডাঙা সীমান্ত থেকে গম বোঝাই 175 টি লরি আটক করে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান ছিল আটক হওয়া গম বাংলাদেশের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । পরবর্তীতে গম পাচার চক্রের তদন্তভার যায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হাতে । তদন্তে ব্যবসায়ী নিরঞ্জন সাহার নাম উঠে আসে ।