ভাটপাড়া, 20 জুন : আজ ভাটপাড়া ফাঁড়িকে নতুন থানা হিসেবে উদ্বোধন করার কথা ছিল । উদ্বোধনের সময় কয়েকজন দুষ্কৃতী থানার পাশে রাস্তায় বোমাবাজি শুরু করে । পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশও পালটা গুলি চালায় । পুলিশ ও দুষ্কৃতীদের মধ্যে শুরু হয় গুলির লড়াই । গুলি লেগে জখম হয় একাধিক দুষ্কৃতী । এরমধ্যে দু'জনের মৃত্যু হয় বলে জানিয়েছেন রাজ্যের DG পি বীরেন্দ্র । তাঁদের নাম রামবাবু সাউ, সন্তোষ সাউ । যদিও অসমর্থিত সূত্রে খবর ধরমবীর সাউ নামে আর একজনের মৃত্যু হয়েছে । এই ইশুতে নবান্নে জরুরি বৈঠক হয় । পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়া যান রাজ্যের DG পি বীরেন্দ্র ও CID-র একটি দল । সেখানেই রাজ্যের DG জানান, পুলিশ সহ 6 জন আহত হয়েছে । তাঁদের চিকিৎসা চলছে । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে ।
ঘটনায় BJP, তৃণমূল একে অপরের বিরুদ্ধে আঙুল তুলতে শুরু করেছে । তৃণমূল নেতৃত্বের অভিযোগ, BJP আশ্রিত দুষ্কৃতীরা এলাকা দখলের চেষ্টা করছিল । তারা থানার সামনে বোমা ছোড়ে । যদিও অভিযোগ মানতে চায়নি BJP । তাদের পালটা অভিযোগ, বোমাবাজি করেছে তৃণমূলই । এদিকে BJP নেতা সায়ন্তন বসু বলেন, "আমাদের ছয় কর্মী গুলিবিদ্ধ । কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি । DC অজয় কুমার ও তৃণমূল মিলে সাধারণ মানুষের অত্যাচার চালাচ্ছে । এর পরিণাম ভয়ঙ্কর হবে । আমরা ক্ষমতায় এলে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেব । যেখানে তৃণমূল হারছে সেখান থেকে সাধারণ মানুষকে এলাকাছাড়া করার চেষ্টা করছে ।"