পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের মদতে বেদখল হচ্ছে জমি, অভিযোগে মুখ্যমন্ত্রীকে চিঠি দুলাল বরের - Police

বাগদা থানার জমিতে বেআইনি কারবারের অভিযোগ দুলাল বরের ৷

বাগদা থানার জমি বিক্রির অভিযোগ করলেন বিধায়ক দুলাল বর

By

Published : Sep 15, 2019, 5:23 PM IST

বাগদা, 15 সেপ্টেম্বর : বাগদা থানার বিস্তীর্ণ জমি বিক্রি হয়ে যাচ্ছে বলে অভিযোগ করলেন বিধায়ক দুলাল বর । কয়েকদিন আগে তিনি কংগ্রেস ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন ৷ আজ তিনি তথ্যসহ মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন । এর আগে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কেও তিনি জানিয়েছিলেন বিষয়টি । অবিলম্বে জমিগুলি দখলমুক্ত করার জন্য প্রশাসনের কাছে দরবার করেছেন একাধিকবার । সুরাহা না হওয়ায় এবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীকে ৷

অভিযোগ, বাগদা থানার মধ্যে হেলেঞ্চা মৌজার 39 নম্বর দাগের জমি, অবৈধভাবে দখল করে কিছু প্রোমোটার বাড়ি তৈরি করে । সেগুলো বিক্রি করছে বলেও অভিযোগ করেন বাগদার বিধায়ক দুলাল বর । মোট জমির পরিমাণ 2 একর 97 শতক । রাজ্য সরকার বাগদা থানা করার জন্য জমি দিয়েছিল । থানাসংলগ্ন ফাঁকা জমিতে তিনতলা বাড়ি করেছে স্থানীয় কয়েকজন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি । গত পাঁচ বছর ধরে সবরকম বাধাকে উপেক্ষা করে তারা নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন দুলাল বর । দোতলা বা তিনতলা বাড়ি বানিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগও করেন তিনি ।

রাজ্য স্তরের প্রশাসনকে তিনি সমগ্র বিষয়টি জানাবার পরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ করেছেন দুলালবাবু । জেলা পুলিশ এবং রাজ্য পুলিশকে সংশ্লিষ্ট বিষয়টি লিখিত আকারে এর আগেই জানিয়েছেন তিনি । থানা সংলগ্ন জমিতে তৈরি করা বহুতল বাড়িটি, এক কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি ৷

সমগ্র বিষয়টির অবিলম্বে তদন্ত করার জন্য আবেদন জানানো হয়েছে বিধানসভায় এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে । এর আগে বিধানসভার অধিবেশন চলাকালীনও অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন দুলাল বর । তদন্ত চলছে জানিয়ে, অধ্যক্ষ সেটি খারিজ করে দেন । দুলাল বর জানিয়েছেন, শাসকদল তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট এক ব্যক্তি তৃণমূলের অপর ব্যক্তির কাছে বাড়িটি বিক্রি করেছেন বেআইনিভাবে । থানার জমি অবিলম্বে দখলমুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details