ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘোলায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার, গ্রেপ্তার 2 - কলকাতা ক্রাইম ব্রাঞ্চ

ঘোলা এলাকা থেকে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক সহ একটি বোলেরো গাড়ি । তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ।

ধৃত ও উদ্ধার হওয়া বুলেরো
ধৃত ও উদ্ধার হওয়া বুলেরো
author img

By

Published : Jan 14, 2021, 1:26 PM IST

ঘোলা, 14 জানুয়ারি : কোটি টাকা মূল্যের মাদক সহ তিনজনকে গ্রেপ্তার করল ক্রাইম ব্রাঞ্চ । ঘোলা থানার পুলিশের সাহায্যে এই অভিযান চালায় তারা ।

গভীর রাতে কলকাতা ক্রাইম ব্রাঞ্চের একটি দল একটি বোলেরো গাড়িকে তাড়া করে । গাড়িটির পিছু নিয়ে সোদপুর পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের সামনে গাড়িটিকে ধরে ফেলে তারা । গ্রেপ্তার করে গাড়ির চালক সহ আরও দু'জনকে । গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় কয়েক কোটি টাকা মূল্যের মাদক ।

ঘোলায় কয়েক কোটি টাকার মাদক উদ্ধার

আরও পড়ুন :খাবারের লোভ দেখিয়ে দুই শিশুকে অপহরণ, ধৃত যুবক

উদ্ধার হওয়া মাদক কোথা থেকে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা জানতে ধৃতদের পুলিশ হেপাজতে নিয়েছে ঘোলা থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details