ঘোলা, 14 জানুয়ারি : কোটি টাকা মূল্যের মাদক সহ তিনজনকে গ্রেপ্তার করল ক্রাইম ব্রাঞ্চ । ঘোলা থানার পুলিশের সাহায্যে এই অভিযান চালায় তারা ।
গভীর রাতে কলকাতা ক্রাইম ব্রাঞ্চের একটি দল একটি বোলেরো গাড়িকে তাড়া করে । গাড়িটির পিছু নিয়ে সোদপুর পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালের সামনে গাড়িটিকে ধরে ফেলে তারা । গ্রেপ্তার করে গাড়ির চালক সহ আরও দু'জনকে । গাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় কয়েক কোটি টাকা মূল্যের মাদক ।