পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পদবী অনুযায়ী রেশন বণ্টন , ডিলারকে শো-কজ় - ration dealer showcause Bagda

রেশন দোকানে পোস্টারে লেখা হয়েছিল , 1 মে ও 2 মে আদিবাসী সম্প্রদায়, 3 ও 4 মে দাস সম্প্রদায়, 5 ও 6 মে নমঃশূদ্র সম্প্রদায় , 7 ও 8 মে পাল সম্প্রদায়ের রেশন দেওয়া হবে । বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার বাগদা পুরাতন বাজারে ওই রেশন দোকানে হানা দেন জেলা খাদ্য কর্মাধ্যক্ষ রতন ঘোষ ৷ ওই রেশন ডিলারকে শো-কজ় করা হবে বলে জানিয়ে দেন ৷

Bagda
বাগদা

By

Published : May 5, 2020, 9:56 PM IST

বাগদা , 5 মে : আদিবাসী, নমঃশূদ্র-সহ বিভিন্ন পদবী অনুযায়ী নির্দিষ্ট দিন ভাগ করে রেশন বিলি করা হচ্ছিল । মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়ে ৷ আর তা দেখেই রেশন দোকানে হানা দিলেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রতন দাস । রেশন ডিলারকে শোকজ় করা হবে বলে তিনি জানিয়েছেন । উত্তর 24 পরগনার বাগদা এলাকার ঘটনা ।

জানা গেছে , ওই রেশন দোকানে পোস্টারে লেখা হয়েছিল , 1 মে ও 2 মে আদিবাসী সম্প্রদায় , 3 ও 4 মে দাস সম্প্রদায়, 5 ও 6 মে নমঃশূদ্র সম্প্রদায় , 7 ও 8 মে পাল সম্প্রদায়ের রেশন দেওয়া হবে । দিন কয়েক ধরে এভাবেই জাতপাতের ভিত্তিতে তালিকা করে রেশন দেওয়ায় ক্ষুব্ধ হন বাসিন্দারা । বিষয়টি নজরে আসতেই মঙ্গলবার বাগদা পুরাতন বাজারে ওই রেশন দোকানে হানা দেন জেলা খাদ্য কর্মাধক্ষ্য রতন ঘোষ ৷ রতনবাবু বলেন , ‘‘আমরা খবর পেয়ে রেশন ডিলারের দোকানে হানা দিয়ে দেখলাম খবরটি সত্য । আমরা ওই ডিলারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব । জেলাশাসক ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জানানো হবে ।’’

অভিযুক্ত রেশন ডিলার অভিযোগ স্বীকার করে নিয়ে বলে , ‘‘পঞ্চায়েত থেকে বলা হয়েছিল আমাদের এলাকায় বেশিরভাগ গরিব আদিবাসী মানুষের বাস । তাই তাঁদের আগে রেশন দিতে হবে । তাই পদবী উল্লেখ করে লিখে রেশন দোকানে টাঙিয়ে দেওয়া হয়েছিল । আগামী দিনে আর এরকম করা হবে না ।

ABOUT THE AUTHOR

...view details