বারাসত, 25 সেপ্টেম্বর:"এটা আত্মহত্যা নয় । সরকারের অপদার্থতা ও দুর্নীতির কারণে নির্মম সংগঠিত একটা হত্যা ।" বাদুড়িয়ায় প্রাথমিকের চাকরিপ্রার্থী রাজু গাজির রহস্য মৃত্যু প্রসঙ্গে এই মন্তব্যই করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) ৷ রবিবার বারাসতে সিপিএমের জেলা পার্টি অফিসে তিনি বলেন,"ওই যুবক 2017 সালে প্রাথমিকের টেট পরীক্ষায় বসেছিল । প্রায় 82 শতাংশ নম্বরও পেয়েছিল সে । অথচ শিক্ষিত ওই যুবক চাকরি পায়নি । 2017 সালের পর থেকে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষক পদে কোনও নিয়োগ হয়নি । আরও পাঁচটা বছর কেটে গেল । এভাবে যুবকের জীবন থেকে 5 বছর, 10 বছর করে কেড়ে নিচ্ছে এই রাজ্য সরকার । শিক্ষিত যুবকদের চাকরি বিক্রি করা হচ্ছে ৷"
সুজন চক্রবর্তীর কথায়,"চাকরি বিক্রির লুঠের টাকায় তৃণমূল নেতারা তাঁদের সম্পত্তি বাড়িয়ে চলেছে । আর শিক্ষিত হয়েও চাকরি না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবককে আত্মহুতি দিতে হচ্ছে । আমি মনে করি, এটা আত্মহত্যা নয় । যুবকের বিরুদ্ধে নির্মম অত্যাচার সরকারের । সরকার দ্বারা নির্মম সংগঠিত হত্যা । এইভাবে প্রতিনিয়ত রাজ্যের মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তৃণমূল সরকার । মানুষ এর বিরুদ্ধে জেগে উঠছে । কিন্তু,তারপরও ওই যুবকের জীবনের দাম কী কেউ ফিরিয়ে দিতে পারবে ? যারা চাকরি বিক্রির টাকা লুঠ করেছে সেই পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরাও কি পারবে যুবকের জীবন ফিরিয়ে দিতে ? পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছে । আরেকজন পালিয়ে বেড়াচ্ছে সিবিআই, ইডির হাত থেকে । এসব বেশিদিন চলতে পারে না ৷"