পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাকের ধাক্কায় দম্পতির মৃত্যু, গাড়ি ভাঙচুর; কাঠগড়ায় পুলিশ - বনগাঁ

মৃত দম্পতি বনগাঁর একটি শপিংমলে কাজ করতেন।

Accident
Accident

By

Published : Sep 16, 2020, 12:20 PM IST

বনগাঁ, 16 সেপ্টেম্বর : ট্রাকের ধাক্কায় দম্পতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল । কয়েকটি গাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর । ঘটনাটি ঘটেছে বনগাঁ-চাকদা রোডের গোপালনগর থানার চালকি স্কুলমোড় এলাকায় । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে মৃতদেহ দু'টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । পুলিশ জানিয়েছে, মৃতদের নাম বিশ্বজিৎ সরদার (23) ও স্ত্রী রিয়া সরদার (22)। বাড়ি গোপালনগর থানার নতুনগ্রাম এলাকায় ।

ওই দম্পতি বনগাঁর একটি শপিংমলে কাজ করতেন। সোমবার রাতে তাঁরা কাজ সেরে বনগাঁ থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন । চালকি স্কুল মোড়ে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন । সেই সময় একটি ট্রাক পিছন দিক থেকে এসে তাঁদের ধাক্কা মারে । বাইক থেকে ছিটকে পড়েন ওই দম্পতি । তারপর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থানেই তাঁদের মৃত্যু হয় ।

এরপরই স্থানীয়রা রাস্তার পাশে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা কয়েকটি ট্রাকে ভাঙচুর চালায় । বাসিন্দাদের অভিযোগ, পুলিশকে টাকা দিয়ে চাকদা রোডের পাশে গড়ে উঠেছে বেআইনি পার্কিং । রাস্তার দু'পাশে ট্রাক দাঁড়িয়ে থাকে। তার ফলে রাস্তা সংকীর্ণ হয়ে নিয়মিত দুর্ঘটনা ঘটছে । পুলিশকে জানিয়ে কোনও লাভ হয় না। যদিও পুলিশের দাবি, রাস্তার পাশে ট্রাক পার্কিং করতে দেওয়া হয় না।

ট্রাকটিকে পুলিশ আটক করেছে । গ্রেপ্তার করা হয়েছে চালককে ৷ ধৃত চালকের নাম মুকেশ রায় । বাড়ি বিহারে ।

ABOUT THE AUTHOR

...view details