পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সল্টলেকে SSK, MSK সহায়কদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, উত্তেজনা - Bikash Bhaban

সল্টলেকে SSK, MSK সহায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা । জখম কমপক্ষে 10 জন ।

চলছে ধস্তাধস্তি

By

Published : Jun 17, 2019, 2:01 PM IST

Updated : Jun 17, 2019, 3:35 PM IST

সল্টলেক, 17 জুন : SSK, MSK-এর সহায়কদের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়াল সল্টলেকে । জখম কমপক্ষে 10 জন । ঘটনাটি সল্টলেকের বিকাশ ভবন এলাকার ।

সহায়কদের দাবি ছিল সমকাজে সমবেতন, পঞ্চায়েত দপ্তরের বদলে শিক্ষাদপ্তরের অন্তর্গত করা এবং চাকরির স্থায়ীকরণ । মূলত এই তিনটি দাবিতে আজ পথে নেমেছিল SSK (শিশু শিক্ষা কেন্দ্র) ও MSK (মাধ্যমিক শিক্ষা কেন্দ্র)-র সহায়ক ও সহায়িকার । লোকসভা নির্বাচনের আগে এই দাবিতে তাঁরা ধরনাও দেন । তখনও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছিল আন্দোলনকারীদের ।

চলছে ধস্তাধস্তি

সেসময় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁদের আশ্বস্ত করেছিলেন । বলেছিলেন, "এখন আদর্শ আচরণ বিধি বহাল থাকায় SSK, MSK নিয়ে কোনওরকম আলোচনা সম্ভব হচ্ছে না। আমি আশা করব SSK, MSK-র কর্মরত বন্ধুরা এই অসুবিধার কথা বুঝবেন।"

দেখুন ধস্তাধস্তির ভিডিয়ো

এই সংক্রান্ত খবর :ধরনা মঞ্চ থেকে বের হতেই আটকাল পুলিশ, ধস্তাধস্তিতে অসুস্থ শিক্ষকরা

কিন্তু, নির্বাচন কেটে গেলেও সমস্যার সমাধান হয়নি । এই অভিযোগে, 11 জুন থেকে বিকাশ ভবনের পাশে অবস্থান করেন আন্দোলনকারীরা । আজ সকাল 11 টা নাগাদ তাঁরা বিকাশ ভবনের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয় । ব্যারিকেড ভাঙতে গেলে শুরু হয় ধস্তাধস্তি । জখম হন কমপক্ষে 10 জন । শেষ খবর পাওয়া পর্যন্ত অবস্থান তুলে দিয়েছে পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ ।

এই সংক্রান্ত খবর :নির্বাচনবিধির জন্য আলোচনা সম্ভব হচ্ছে না, SSK ও MSK নিয়ে শিক্ষামন্ত্রীর

Last Updated : Jun 17, 2019, 3:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details