সল্টলেক , 28 জুন : ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কুপন প্রথা ও স্বজনপোষণ বন্ধ করা এবং ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদে সিপিআই(এম)-এর অভিযান । রমলা চক্রবর্তী ও পলাশ দাসের নেতৃত্বে সিপিআই(এম) কর্মী সমর্থকরা সল্টলেক স্বাস্থ্য ভবন অভিযান করে ।
স্বাস্থ্যভবনে যাওয়ার সময় সিপিআই(এম) কর্মী-সমর্থকদের পথ আটকায় পুলিশ । সেই সময় পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয় তাদের । 40 জন সিপিআই(এম) কর্মী-সমর্থককে আটক করেছে পুলিশ । তাদের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয় ।