পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাগদায় পঞ্চায়েত সমিতির সভায় BJP সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - তৃণমূল নেতৃত্ব

বাগদায় পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় BJP-র সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার তৃণমূল নেতৃত্বের ।

clash beween TMC and BJP
clash beween TMC and BJP

By

Published : Sep 23, 2020, 1:48 PM IST

বাগদা, 23 সেপ্টেম্বর : পঞ্চায়েত সমিতির সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার বাগদা । অভিযোগ, BJP-র পঞ্চায়েত সমিতির সদস্যদের সভা থেকে বের করে দেওয়া হয় । ক্ষুব্ধ BJP সদস্যরা পঞ্চায়েত সমিতির সামনে ধরনায় বসেন । পঞ্চায়েত সমিতির সভাপতি ও BDO পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেও ব্যর্থ হন ।

BJP-র অভিযোগ, সদস্য সংখ্যা কম থাকায় শাসকদল তাদের কোনও তথ্য দেয় না । তথ্য চাইলে প্রশাসনিক আধিকারিকদের সামনে অপমান করে বের করে দেওয়া হয় । যদিও তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে বাগদা পঞ্চায়েত সমিতিতে পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় উন্নয়নের বিষয় নিয়ে সাধারণ সভার আয়োজন করা হয়েছিল । ওই সভায় BJP-র ছয় সদস্য উপস্থিত ছিলেন । সভা শুরু হওয়ার পরই সমস্যা তৈরি হয় । BJP-র সদস্যরা রেজ়োলিউশন খাতায় প্রথমে সই করতে চাননি । তাঁরা বিভিন্ন উন্নয়ন খাতে খরচের খতিয়ান চান । কোথায় কত ত্রিপল বিলি করা হয়েছে তারও হিসেব চান । তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ।

সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি ও BDO উপস্থিত ছিলেন । অভিযোগ, পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষ BJP-র সদস্যদের সকলের সামনে অপমান করেন । কোনও তথ্য তাঁদের দেওয়া হবে না বলে জানানো হয় । এমনকী মিটিং থেকে জোর করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ । তারপর BJP-র সদস্যরা পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখান ।

BJP সদস্য বিধান হাওলাদার বলেন, "আমাদের সদস্য কম বলে ওরা কোনও তথ্য দেয় না । কোনও বৈঠকের কথাও সঠিকভাবে জানানো হয় না । গত কয়েক মাসের খরচের খতিয়ান ও ত্রিপল বিলির তথ্য জানতে চাওয়ায় আমাদের অপমান করে সভা থেকে বের করে দেওয়া হয় ।" বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় বলেন, "আগে থেকে বৈঠকের কথা না জানানোর অভিযোগ ভিত্তিহীন । বৈঠকের বিষয় ছিল পঞ্চাদশ অর্থ কমিশনের টাকায় উন্নয়নমূলক পরিকল্পনা । কিন্তু বৈঠকে অপ্রাসঙ্গিক কথা বলে ঝামেলা করেছে BJP । এরপর আচমকা নিজেরাই সভা ছেড়ে বেরিয়ে বাইরে বিক্ষোভ দেখান । আমি নিজে ও BDO সাহেব ওনাদের সভায় আসার অনুরোধ করলেও ওনারা কোনও কথা না শুনে বেরিয়ে যান ।"

ABOUT THE AUTHOR

...view details